শারীরিক অবস্থার অবনতি লালকৃষ্ণ আদবানির, ভর্তি দিল্লির অ্যাপোলো হাসপাতালে
Lal Krishna Advani's health deteriorates, admitted to Apollo Hospital in Delhi

Truth Of Bengal: বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানির (৯৭) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রাতেই দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে নিজের ৯৭তম জন্মদিন উদযাপন করেন এই প্রবীণ নেতা। বেশ কয়েক মাস ধরেই বারবার অসুস্থতায় ভুগছেন তিনি। জুলাই থেকে এটি তাঁর চতুর্থবার হাসপাতালে ভর্তির ঘটনা। এর আগে তিনি অ্যাপোলো হাসপাতাল ও দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)-এ চিকিৎসা নিয়েছেন।
বিজেপি মুখপাত্র কে কৃষ্ণ সাগর রাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, “আমাদের সর্বোচ্চ নেতা শ্রদ্ধেয় এল. কে. আদবানিজির দ্রুত আরোগ্য কামনা করি।”
১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে জন্মগ্রহণকারী লাল কৃষ্ণ আদবানি ১৯৪২ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেন। এরপর বহু দশক ধরে তিনি বিজেপির মূল স্থপতি হিসেবে পরিচিতি লাভ করেন এবং দলের দীর্ঘতম সময়ের জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের গৃহমন্ত্রী এবং পরবর্তীতে উপপ্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করেন।