দেশ

ইডির ওপর গোয়েন্দাগিরি করছিলেন কেজরিওয়াল, ইডির হাতে এসেছে এমনই  চাঞ্চল্যকর তথ্য

Kejriwal was spying on ED, ED has received sensational information

The Truth of Bengal: দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি।বৃহস্পতিবার রাতেই টানা ২ঘন্টা জেরার পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে পিছনের দরজা দিয়ে নিয়ে যান কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।দিল্লিতে সেই ঘটনায় শোরগোল পড়ে।

আপ কর্মী –সমর্থকরা গণ অবস্থানে বসেন।ঘোষণা করেন ইডি গ্রেফতার করলেও জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল।কেন্দ্রীয় সংস্থা এই অবস্থায় মামলার ধার বাড়াচ্ছে।সূত্রের খবর   কেজরিওয়াল ইডির ওপর গোয়েন্দাগিরি করছিলেন বলে তদন্ত সংস্থার হাতে তথ্য এসেছে। বৃহস্পতিবার রাতেই কেজরিওয়ালকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করে আপ।

জরুরি শুনানির আবেদন করা হয়।এই অবস্থায় গোয়েন্দাগিরির তথ্যকে হাতিয়ার করে সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে ইডি। ইডির তরফে আবেদন করা হয়েছে,কেজরিওয়ালের কথা শোনার আগে যেন ইডির কর্তাদের কথা শোনা হয়। এদিকে, শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না,বেলা দ্বিবেদী  ও এমএম সুনদ্রেশের ডিভিসন বেঞ্চ  কেজরির  আবেদনের শুনানি গ্রহণ করেছে।তাঁরা মামলা নিয়ে কী রায় দেয় সেদিকেই তাকিয়ে সবমহল।

Related Articles