দেশ

অন্তর্বর্তী জামিনে স্বস্তি মুখ্যমন্ত্রীর, আদালতে হাজিরা দিয়েই আগাম জামিন

Kejriwal granted interim bail in excise corruption case

The Truth of Bengal: আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার ইডির তলব এড়ান অরবিন্দ কেজরিওয়াল। তাই কেজরিকে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার হাজিরা দেন তিনি। আর সেখানে পৌঁছতেই মিলল স্বস্তি। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করার বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল। প্রসঙ্গত, আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বার বার কেজরিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কিন্তু কোনওবারই সাড়া দেননি তিনি। উল্টে, এই তলবকে বেআইনি বলেও ব্যাখ্যা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দাবি করেন, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাঁকে গ্রেপ্তার করানোই উদ্দেশ্য বিজেপির। তবে কেজরিওয়াল পঞ্চমবার তলব এড়ানোর পরেই দিল্লির আদালতের দ্বারস্থ হয় ইডি।

কিন্তু আদালতের নির্দেশের আগে আবারও একাধিক বার কেজরিকে তলব করে ইডি। তিনি সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, দলের ভোটপ্রচারে থাকছেন। অথচ ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না। ইডির বক্তব্য শোনার পর বৃহস্পতিবার আদালত জানায় কেজরিকে শনিবার হাজিরা দিতে হবে। তা মেনেই শনিবার হাজির হন তিনি। আর হাজিরা দিয়েই আগাম জামিন পেলেন।

Related Articles