আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়াল, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আম আদমি পার্টির
Kejriwal arrested in excise corruption case

The Truth of Bengal: ২০২১-২২-এর আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল।ইডি-র ১২জন আধিকারিক সহ কেন্দ্রীয় রক্ষীরা তাঁর বাড়িতে তল্লাশি চালায় রাতেই। এরপর প্রায় ২ঘন্টা বাদে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।গ্রেফতারির প্রতিবাদে আপের সমর্থকরা কেজরিওয়ালের বাড়ির চত্বরে সরব হয়। অবস্থান-বিক্ষোভে উত্তাল হয় দিল্লি। রাতেই কেজরিওয়ালকে বাড়ির পিছন দিক দিয়ে নিয়ে যান ইডির আধিকারিকরা।
আম আদমি পার্টির অভিযোগ,বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য লোকসভা ভোটের আগে এই বিরোধীদের কন্ঠরোধ করতে তত্পর।এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া গ্রেফতার হন।গ্রেফতার হয়েছিলেন সতেন্দ্র জৈন।তাই আম আদমি পার্টির মতে, বিজেপি সামনাসামনি লড়াই করতে না পেরে পিছনের দরজা দিয়ে দিল্লি দখলে মেতেছে।ইন্ডিয়া জোটের শরিকরাও মনে করছেন,দিল্লি,গুজরাটে কংগ্রেস-আম আদমি পার্টির সমঝোতা হওয়ায় আসলে বিজেপি ভয় পেয়েছে।
ভয় পেয়েই গেরুয়া শিবির ভয় দেখাচ্ছে বলে মনে করছেন অবিজেপি দলগুলো।তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন।আসলে কেন্দ্রের সরকার গণতন্ত্রের টুঁটি টিপে ধরার জন্য এই কাজ করছে বলে তাঁর দাবি।কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরাও মনে করছেন,বিজেপি মরিয়া হয়েই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে।এই ঘটনার প্রতিবাদে আম আদমি পার্টি গণতান্ত্রিক আন্দোলন জারি রাখার কথা তুলে ধরেছে। আপের সাফকথা,কারাগারে থেকেই কেজরিওয়াল মুখ্যমন্ত্রী চালাবেন।