
The TRuth Of Bengal: গত ১৩ জানুয়ারী আবগারি দূর্নীতি মামলায় ফের আপ সুপ্রিমোকে তবল করেছিল ইডি আধিকারিকরা। বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। ইডির দফতরে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অবশেষে সেইসব জল্পনার অবসান ঘটিয়ে ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
২০২১ সালে দিল্লির আবগারি দূর্নীতি নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। প্রথমে আবগারি কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। তারপর ৪ অক্টোবর দিনভোর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকেও গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার আবগারী দূর্নীতি মামলায় নাম জড়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এই মামলায় বহুদিন ধরেই ইডির নজরে কেজরিওয়াল রেয়েছেন।
গত ১৩ জানুয়ারী আবগারি দূর্নীতি মামালায় ইডির তরফ থেকে তলব করা হয়েঠছিল আপ সুপ্রিমোকে। বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তলবের পর থেকেই অরবিন্দ কেজরিওয়ালের হাজিরা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইডির সমন এড়িয়ে গেলেন কেজরিওয়াল। গোয়ায় নির্বানচনী প্রচার রয়েছে কেজরীওয়ালের, সেই কথাই দলের তরফ থেকে জানানো হয়েছে। তবে এটাই প্রথম বার নয়, এর আগেও তিনবার ইডির তরফ থেকে তলব করা হয়েছিল তাঁকে। সেই তিনবারের তলবেও সাড়া দেননি আপ সুপ্রিমো। তবে দলের তরফ থেকে আফ সুপ্রিমোর হয়ে প্রশ্ন করা হলে ইডি জানায়, কেজরীওয়াল অভিযুক্ত নন। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, কেজরীওয়াল অভিযুক্ত না হলে কেন তাঁকে বারবার তলব করা হচ্ছে?
Free Access