হিসার জেলে বন্দি জ্যোতি মালহোত্রা, দেখা করলেন বাবা
Jyoti Malhotra, who is lodged in Hisar jail, met her father

Truth Of Bengal: আপাতত জেল হেফাজতে রয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। আদালত জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর তাঁকে হরিয়ানার হিসার জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করলেন জ্যোতির বাবা হরিশ মালহোত্রা। বাবার সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন জ্যোতি। মেয়ের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বাবা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাঁর মেয়ে নির্দোষ। আদালতে মেয়েও সে কথাই জানিয়েছে।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়ার পর ন’দিন পুলিশ হেফাজতে ছিলেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। গত সোমবার তার মেয়াদ শেষ হওয়ায় তাঁকে হিসার আদালতে হাজির করানো হয়েছিল। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপর মঙ্গলবার থেকে জেলে বন্দি জ্যোতি। সেদিনই মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাবা।
জ্যোতি ন’দিনের পুলিশ হেফাজতে থাকার সময় হিসারের পুলিশ সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানান, ভারতীয় সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের কোনও গোপন তথ্য জ্যোতির হাতে এসেছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এই সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ মেলেনি। তিনি কোনও জঙ্গি সংগঠন বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তাও জানা যায়নি।তবে জ্যোতির সঙ্গে যে পাক গুপ্তচরদের যোগাযোগ ছিল, তা নিশ্চিত করেছেন হিসারের পুলিশ সুপার।