দেশ

বুধবার জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা,মৃত্যু অন্তত ৩৮ জন যাত্রীর

Jambu Kasmir Bus Accident

The Truth of Bengal: বুধবার জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনায় মৃত্যু অন্তত ৩৮ জন যাত্রীর। ঘটনাটি ঘটে ডোডা জেলায়। গুরুতর ভাবে আহতরা হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়ে প্রশাসন। দ্রুততার সঙ্গে চলছে উদ্ধার কাজ। ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য,আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবেন প্রধানমন্ত্রী।

জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, ওই বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। বাসটি জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। ডোডার একটি খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বাসের চাকা পিছলে যায়। যাত্রীদের নিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে বাসটি। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় প্রশাসনের লোকজন। শুরু হয় উদ্ধারকাজ। বেশ কয়েক জনকে উদ্ধার করাও সম্ভব হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত অন্তত ৩৮। আরও অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা।

আজ সকালের দিকে কিশতওয়ার থেকে জম্মুতে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই বাসটি দোদা জেলায় খাদে পড়ে যায় বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫০ মিটার নীচে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। এই পরিস্থিতিতে বাসে থাকা অনেক যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের দোদা জেলার ত্রঙ্গলের পাশে অসসার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

Free Access

Related Articles