দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন লৌহ পুরুষ লালকৃষ্ণ আডবাণী, অভিনন্দন জানান প্রধানমন্ত্রী
Iron Man Lalkrishna Advani has been awarded the country's highest honour

The Truth Of Bengal : ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হবে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকৃষ্ণ আডবানির সঙ্গে তাঁর বাসভবনে তোলা একটি পুরনো ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। পাশাপাশি লালকৃষ্ণ আডবানিকে অভিনন্দনও জানান। প্রসঙ্গত উল্লেখ্য, লালকৃষ্ণ আডবাণী দেশের সপ্তম উপ-প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিজেপির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সদস্যও ছিলেন তিনি। তিনি দেশের সর্বাধিক সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তবে দেশের ইতিহাসে রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন লালকৃষ্ণ আডবাণী। ৩২ বছর আগে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন এই আডবাণী। তবে তিনি রামমন্দির আন্দোলনের অন্যতম মুখ হলেও চলতি বছরে নবনির্মিত রামমন্দিরের উদ্ধোধনে সময় উপস্থিত ছিলেন না তিন। বয়সজনিত ও শারীরিক সমস্যার কারণে রামমন্দিরের উদ্বোধনে থাকতে পারবেন না বলে জানান ৯৭ বছর বয়সী আডবাণী।
তবে রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকতে না পারলেও সেই রামমন্দির উদ্বোধনের বছরেই ‘ভারতরত্ন’ দেওয়া হল আডবাণীকে। ভারতরত্ন সম্মানে ভূষিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আডবাণী। তিনি বলেন,ব্যক্তিগত ভাবে মানুষ হিসাবে এটা আমার সম্মান নয়, বরং এটা আমার নীতি, আদর্শের সম্মান। সবমিলিয়ে রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ লালকৃষ্ণ আডবাণী। সেই নেতাকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কয়েকদিনের মধ্যেই ভারতরত্ন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।
FREE ACCESS