দেশ

অমানবিক! অসমে গণধর্ষণের পর কিশোরীকে অচৈতন্য অবস্থায় রাস্তায় ফেলে গেল দুষ্কৃতীরা

Inhuman! After the gang rape in Assam, the miscreants left the girl unconscious on the street

Truth Of Bengal: ফের গণধর্ষণের শিকার এক কিশোরী । ঘটনাটি ঘটেছে অসমের নওগাঁয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তায় অর্ধচেতন হয়ে পড়ে ওই কিশোরী। পাশেই পড়ে রয়েছে তার সাইকেল। স্থানীয়রা এসে উদ্ধার করে ওই কিশোরীকে । জানা গিয়েছে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার সময় তিন দুষ্কৃতী মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরীকে রাস্তার ধারে অর্ধচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় স্থানীয় এক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছে “রাস্তার ধারে পড়েছিল মেয়েটি। একটি মেয়েকে ওই অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। আরও কয়েক জন সেখানে জড়ো হয়েছিলেন। কী হয়েছে তার কাছে জানতে চাওয়া হয়। কিন্তু সে কথা বলার মতো অবস্থায় ছিল না। তবে শুধু বলেছিল ওকে তিন জন ধর্ষণ করেছে।” ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

অভিযুক্তের গ্রেফতারে দাবিতে জোরালো হতে শুরু করেছে। ইতিমধ্যে ছাত্র ইউনিয়ন পক্ষ থেকে এই ঘটনায় প্রতিবাদে শুক্রবার বনধের ডাক দিয়েছে এলাকায়। এই ঘটনায় এক বিক্ষোভ বলেন “শহরে এত বড় একটা ঘটনা ঘটে গেল। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে হবে। শহরের বুকে এক কিশোরীকে গণধর্ষণ করল তিন জন, তার পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারল না। পুলিশের নিষ্ক্রিয়তা এবং এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বন্‌ধ ডেকেছি। যত ক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করা হবে, আমাদের বিক্ষোভ, প্রতিবাদ চলবে।”

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অভিযুক্তকে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তার করা হবে এবং তার বিচার হবে। তিনি বলেন “ডিজিকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।”

উল্লেখ্য কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা দেশ। তার মধ্যে মহারাষ্ট্রের বদলাপুরে দুই নার্সারি শিশুর যৌন নিগ্রহের ঘটনায় উত্তপ্ত মহারাষ্ট্র। এই আবহে অসমে কিশোরীর গণধর্ষণের ঘটনায় পরিস্থিতি যাতে অশান্ত না হয় । সেই জন্য আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নওগাঁওয়ে। মোতায়েন হয়েছে পুলিশ এবং আধাসামরিক বাহিনী।

Related Articles