মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামির আবেদনে সাড়া শীর্ষ আদালতের, শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে ট্রায়ালের নির্দেশ
Supreme court verdict

The Truth of Bengal: তিন মাসের একশিশু কন্যাকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই মামলায় অক অভিযুক্ত মৃত্যুদণ্ডের সাজা দেয় নিম্ন আদালত। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছিল হাইকোর্টে। উচ্চ আদালতও, নিম্ন আদালতের রায়কে বহাল রাখে। কিন্তু সুপ্রিম কোর্টের আবেদনের পর এক নজিরবিহীন রায় দিলেন বিচারপতি। তিনি, জানিয়েছে, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের তেমন সুযোগই দেওয়া হয়নি। বড্ড দ্রুত মামলা শেষ করা হয়েছে, তাই ফের নতুন করে ট্রায়ালের নির্দেশ দেওয়া হয়েছে।
শীর্ষ আদালত রায়ে জানিয়েছে, নিম্ন আদালতে চার্জশিট দাখিলের ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে এবং অভিযুক্তকে বিভিন্ন অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, তাঁকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে বেঞ্চ জানিয়েছে, ট্রায়াল কোর্ট অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের উপযুক্ত সময় ও সুযোগ না দিয়েই দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে। এমনকী বিষয়টি উচ্চ আদালতও গুরুত্ব দিয়ে বিচার করেনি। তাই, এই মামলাকে পুনরায় ট্রায়াল কোর্টে ফেরৎ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শীর্ষ আদালতের বিচারপতি বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে বেঞ্চ জানিয়েছে, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং একটি কৌঁসুলি জোগাড় করে যাতে নিজের বক্তব্য আদালতের রাখতে পারে, তার সুযোগ করে দিতে হবে।