দেশ

সাগরে বিক্রম দেখাতে আসছে INS তুশীল ও INS তমাল

Indian Navy

The Truth of Bengal: সাগরে বিক্রম দেখাতে আসছে আইএনএস তুশীল এবং আইএনএস তমাল। ভারতীয় নৌ বাহিনীতে যুক্ত হতে চলেছে এই দুটি রণতরী। রাশিয়ায় তৈরি দুটি রণতরী এই বছরই হাতে পাবে ভারত। অত্যাধুনিক দুটি রণতরী পেলে ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হবে।

প্রথম যুদ্ধ জাহাজটির নাম দেওয়া হয়েছে আইএনএস তুশীল। দ্বিতীয় যুদ্ধ জাহাজটির নাম দেওয়া হয়েছে আইএনএস তমাল। প্রথম জাহাজটি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সেটি সমুদ্রে পরীক্ষা করা হয়ে গিয়েছে। আর কিছিদিনের মধ্যে জাহাজটি ভারতে চলে আসতে পারে। দ্বিতীয় যুদ্ধজাহাজটির নির্মাণ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন বাকি পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই জাহাজটি ডিসেম্বরে নাগাদ হাতে পেতে পারে ভারত।

ভারতীয় নৌবাহিনীর জন্য এই দুটি রণতরী তৈরি করেছে রাশিয়া। চুক্তি অনুযায়ী রণতরী দুটি অনেক আগেই হাতে পেয়ে যাওয়ার কথা ছিল ভারতের। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য কাজ কিছুটা পিছিয়ে যায়। এখন সেই কাজ শেষের দিকে। ইতিমধ্যে রাশিয়া গিয়ে জাহাজ দুটি দেখে এসেছে ভারতীয় নৌ বাহিনীর একটি টিম।

সমুদ্রে শক্তির বিচারে ভারত এখন বিশ্বে অগ্রগণ্য নাম। সমরসজ্জায় প্রথম সারির দেশের থেকে কোনও অংশে পিছিয়ে নেই ভারত। ভারতের সেই দাপট বিশ্ব সম্প্রতি দেখছে আরব সাগরে। সোমালিয়া জলদস্যুদের হাতে আটক বিভিন্ন দেশের জাহাজ ও নাবিকদের একাধিকবার উদ্ধার করেছে ভারতীয় নৌ বাহিনী। দেশে থেকে পড়ায় ১৫০০ নটিক্যাল মাইল দূরে নিখুঁত অপারেশন চালিয়ে বারবার সফল হয়েছে ভারত। ফলে নৌ শক্তির বিচারে ভারতকে এখন সমীহ করছে বাকি দেশগুলি।

Related Articles