দেশ

রুশ তেল আমদানিতে জাহাজ পাচ্ছে না নয়া দিল্লি, উদ্বিগ্ন ভারত

India concerned as New Delhi unable to get ships to import Russian oil

Truth Of Bengal: পর্যাপ্ত পরিমাণে মিলছে না তেলের যোগান। উদ্বিগ্ন ভারত। জানা যাচ্ছে, রাশিয়া থেকে তেল আনার ক্ষেত্রে জাহাজ পাচ্ছে না নয়া দিল্লি। নেপথ্যের কারণ মার্কিন নিষেধাজ্ঞা। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড জানাচ্ছে, জানুয়ারি ও ফেব্রুয়ারির জন্য তেল নিয়ে সমস্যা না তৈরি হলেও মার্চের চাহিদা পূরণে রাশিয়া থেকে তেলনিয়ে আসার পর্যাপ্ত জাহাজ মিলছে না।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকার তরফ থেকে রুশ জ্বালানির উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা। তবে  আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা জারি হয়নি। সেইসব নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে ভারত ব্যাপক মাত্রায় কেনে রুশ তেল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ভারতের আমদানিকৃত তেলের ৪০ শতাংশই ছিল রুশ তেল। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার পর তা পরিশোধন করে আমেরিকা ও ইউরোপের বন্দরেও পাঠায় ভারতের সংস্থাগুলি। ভারত সেইসময় কম দামে সেই তেল কিনে বিপুল লাভবান হয়। এই পরিস্থিতিতে নতুন করে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয় আমেরিকার তরফে।

জানা যায়, বাইডেন প্রশাসনের তরফ থেকে ১০ জানুয়ারি নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল রাশিয়ার তেলের উপর।  রাশিয়ার তেল উৎপাদক সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি তেল বহনকারী ১৮৩ টি জাহাজ, জ্বালানি তেল ব্যবসায়ী ও বিমা সংস্থা সহ একাধিক ক্ষেত্রে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে। যার জেরে কোনও দেশের বন্দরে যদি ওই নিষিদ্ধ জাহাজগুলি ঘাঁটি গাড়ে, সেক্ষেত্রে মার্কিন রোষানলের মুখে পড়বে সেই দেশ।

এক কথায় বলতে গেলে এই মুহূর্তে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা করছে ভারত। এই পরিস্থিতির মাঝেই বিপিসিএল-এর শীর্ষ কর্তা জানান, চুক্তি অনুযায়ী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তেল রাশিয়া থেকে কেনা হলেও সমস্যা দেখা দিচ্ছে মার্চ মাস নিয়ে। তাঁর কথায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে আমদানিকৃত মোট তেলের ৩১ শতাংশই ছিল রাশিয়ার তেল। তবে অনুমান করা হচ্ছে, মার্চ ত্রৈমাসিকে তা কমে ২০ শতাংশ হতে পারে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়া থেকে তেল কেনা হতে পারে তেলের ঘাটতি মেটানোর জন্য।

Related Articles