ইভিএম হ্যাক করার অভিযোগ বিরোধীদের, সুপ্রিমকোর্টের দ্বারস্থ ‘ইন্ডিয়া’ জোট
'India' alliance approaches Supreme Court over allegations of EVM tampering

Truth Of Bengal: ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারচুপির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন রাজ্যে। হরিয়ানা, মহারাষ্ট্রে জনতার রায়কে হাইজ্যাক করা হয়েছে এই অভিযোগ করেছে বিজেপি বিরোধী শিবির। এবার দিল্লিতেও জনরায় নিয়ে ছিনিমিনি খেলার কথা তুলে ধরল অরবিন্দ কেজরিওয়াল। তাই এনসিপির মতোই আপও সুবিচার পেতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে চায়। ইন্ডিয়া জোটের তরফে শীর্ষ আদালতে মামলা দায়ের করার তত্পরতা জারি আছে।
মঙ্গলবার এনসিপি সুপ্রিমো তথা মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন আমআদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁরা ঠিক করে,দুই দলই অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। সেইমতো বিরোধী শিবির ইলেকট্রনিক ভোটিং মেশিনের স্বচ্ছতা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করছে। এর মাঝে প্রশান্ত জগতাপ নামে এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর এক নেতা ঘোষণা করেছেন, তিনি পুনের হাদাপসার আসনে পরাজিত হয়েছেন,শুধু যন্ত্রের মাধ্যমে কারচুপির কারণে। এর আগে বিরোধী শিবির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিল। কিন্তু সেসময় কমিশন সেই দাবি খারিজ করে দিয়েছিল।
তাই কমিশনের অনড় মনোভাবের জন্য বিচার পেতে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি বিরোধী শিবির।আগামীদিনের নির্বাচনে যাতে কোনওরকম ভোট জালিয়াতি না হয় সেজন্য বিরোধীরা আইনি পথে মোকাবিলা করতে চায়। আইনই অস্ত্রে ব্যালট ফেরানোর পথও খোলা রাখতে চায়। তাই শীর্ষ আদালত এই বিষয়ে কী রায় দেয় তাই দেখার। বিরোধীদের এই আবেদন ঘিরে রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়েছে জোরদার। ইভিএমের বদলে ব্যালট কী ফিরবে? ইউরোপের মতো ভারতেও কী সেই রাস্তা দেখা যাবে? প্রশ্নটা ভোটারদের মধ্যেও বড় করে উঠতে শুরু করেছে।