ন্যায় সংহিতায় লাভ জিহাদের ঘটনায় কোন ধারায় মামলা হতে পারে ?
In the case of profit jihad under which law can be sued

The Truth Of Bengal: ভারতীয় সমাজে বিবাহ একটি পবিত্র অনুষ্ঠান।আইন অনুসারে প্রাপ্ত বয়স্করা পছন্দের মানুষের সঙ্গে সংসার গড়তে পারেন।কিন্তু সাম্প্রতিক সময়ে লাভ জিহাদের মতো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এমনকি ভারতীয় ন্যায় সংহিতায় লাভ জিহাদ নিয়ে মামলা দায়ের হতে পারে।দেশজুড়ে এই বিষয়ে চর্চা শুরু হয়েছে।এই ধরণের ঘটনা কিভাবে বন্ধ হতে পারে,তা নিয়ে আইন তৈরি হয়েছে।ভারতীয় ন্যায় সংহিতায় এই সংক্রান্ত আইন রয়েছে।এই বিষয়টি নিষ্পত্তির জন্য আইনগত দিক থেকে সাহায্য মিলতে পারে । ধর্ম লুকিয়ে কারুর সঙ্গে বিয়ে করা অপরাধ বলে গণ্য হবে।নয়া নিয়ম অনুসারে মামলা রুজু করার রাস্তাও খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এই লাভ জিহাদের মামলায় শাস্তি হতে পারে।যদি কেউ ষড়যন্ত্র করে ধর্মান্তকরণ করে কোনও মহিলাকে তাহলে শাস্তি হবে।৬৯ নম্বর ধারায় কঠোর শাস্তির ব্যবস্থা হবে।সেক্ষেত্রে ১০বছরের সাজা হতে পারে। কারাগারে থাকতে হবে অভিযুক্তকে। আগে ধর্ষণ মামলায় ৩৭৬নম্বর ধারায় মামলা রুজু হত।এখন ভারতীয় ন্যায় সংহিতায় ৬৩ নম্বর ধারায় এই বিষয়টি নিষ্পত্তি করা হবে। ৭০নম্বর ধারার ২নম্বর উপধারায় যদি কোনও নাবালিকা ধর্ষিতা হয়, সেক্ষেত্রে শাস্তি হতে পারে ২০বছর পর্যন্ত জেল হতে পারে।
এই অপরাধের ক্ষেত্রে ৩মাসের মধ্যে নিষ্পত্তি হবে
আগে এই ধরণের অপরাধের ক্ষেত্রে অনেক সময় লাগতো,এখন ৩মাসের মধ্যে নিষ্পত্তি করার সংস্থান রাখা হয়েছে।দণ্ড সংহিতা থেকে ন্যায় সংহিতায় রূপান্তরের মুখ্য কারিগর রুদ্র বিক্রম লেখেন,ন্যায় সংহিতা কার্যকর হওয়ায় মামলায় গতি বেড়েছে।এর ফলে ৩বছরের থেকে কম সময়ের কেসের ক্ষেত্রে বিচারক দ্রুত ট্রায়ালের ব্যবস্থা করতে পারেন। এর ফলে পুলিশ কর্তারা ৯০দিনের ভিতরে চার্জশিট দাখিল করতে হবে।সেরকম পরিস্থিতি হলে আরও ৯০দিন সময় বাড়ানো যেতে পারে।৬মাসের মধ্যে পুলিশ চার্জশিট পেশ করলে মেজিস্ট্রেটরা বিচার শুরু করতে পারবেন।