দেশ

মোহালিতে বহুতল ভেঙে বিপত্তি ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে বহু, শুরু হয় উদ্ধারকাজ

In Mohali, many people were buried under the rubble of a multi-storey collapse, rescue operations began

Truth Of Bengal: হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ে বিপত্তি পঞ্জাবে। পঞ্জাবের মোহালির ঘটনায় চাঞ্চল্য। এই দুর্ঘটনায় মৃত্যুর খবরও পাওয়া যায়। একইসঙ্গে ধ্বসস্তুপের নীচে অনেকের চাপা পড়ে থাকারও খবর পাওয়া যায়। এনডিআরএফ ও এসডিআরএফ টিম উদ্ধারকাজ শুরু করলে একইসঙ্গে উদ্ধারকাজে নামে সেনা জওয়ানরাও।

শনিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা মোহালির সোহানা এলাকা ঘটেছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে খবর, আচমকাই একটি বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যেই ওই ছয়তলা বাড়িটি পরিনত হয় ধ্বংসস্তুপে। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের আধিকারিকরা পৌঁছনোর সঙ্গে সেখানে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়েও পৌঁছয়। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই উপস্থিত চিকিৎসক ও অ্যাম্বুলেন্স। সূত্রের খবর, বহুতলটির গ্রাউন্ড ফ্লোরে যে জিম ছিল তখন সেখানে অনেকেই শরীরচর্চা করছিলেন। প্রথমতলায় চলছিল শিশুদের টিউশনের ক্লাস। তৃতীয় তলাতে বেশ কয়েকজন যুবতী পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে প্রত্যেকেই বহুতলের নীচে চাপা পড়ে যান।  ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকাজ চলাকালীন প্রাথমিকভাবে একজন যুবতীকে উদ্ধার করা হলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। উদ্ধারকারী দলের তরফে বাকিদেরও উদ্ধার করার কাজ চলতে থাকে। রবিবার সকালেও উদ্ধার হয় একজনের দেহ। ওই ধ্বংসস্তুপের নীচে প্রায় ১০-১৫জনের আটকে থাকার আশঙ্কা করা হয়।দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান বেআইনিভাবে এই বহুতল নির্মান করা হয়েছিল বলেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় শোকপ্রকাশ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারী মুখ্যমন্ত্রীর।

Related Articles