বায়ুসেনার জন্য এআই প্রযুক্তি নির্ভর প্যারাশ্যুট তৈরি করছেন আইআইটি দিল্লির গবেষকরা
IIT Delhi researchers are developing AI-based parachutes for the Air Force

Truth Of Bengal: মৌ বসু: ভারতীয় বায়ুসেনার সমরাস্ত্রকে আরও বাড়াতে ও প্রযুক্তিগত ক্ষেত্রে আরও উন্নত করতে নয়া উদ্যোগ নিয়েছেন আইআইটি দিল্লির একদল গবেষক। আধুনিক সময় দিনকে দিন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ভারতীয় বায়ুসেনার জন্য এআই রোবোটিকস ও ইমেজিং প্রযুক্তি নির্ভর প্যারাশ্যুট ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম তৈরি করছেন আইআইটি দিল্লির একদল গবেষক।
বায়ুসেনার সদস্যদের পোশাকআশাকের আধুনিকীকরণের জন্য বায়ুসেনার নাগপুরস্থিত মেন্টেনেইন্স সদর দফতরে আইআইটি দিল্লি ও ভারতীয় বায়ুসেনার মধ্যে মউ-ও সই হয়ে গেছে।
আইআইটি দিল্লির অধ্যাপক তথা ডিন (R&D) নরেশ ভাটনগর ও বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত পাঠক (কমান্ডিং অফিসার ১৬ বিআরডি) এর মধ্যে মউ সই হয়। আইআইটি দিল্লির টেক্সটাইল ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তথ প্রোজেক্ট কো-অর্ডিনেটর বিপিন কুমার জানান, এই মউ সই ভারতের নিরাপত্তা প্রযুক্তি ক্ষেত্রকে আরও বেশি করে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলল।