গুজরাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান! মৃত ১ পাইলট, আশঙ্কাজনক অবস্থায় আরও ১
IAF plane crashes in Gujarat! 1 pilot dead, 1 more in critical condition

Truth Of Bengal: যুদ্ধবিমান ভেঙে ভয়াবহ বিপত্তি গুজরাটে। মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় বায়ুসেনার জাগুয়ার ফাইটার জেট। গুজরাতের জামনগর জেলাতে বুধবার রাতে ঘটে এই ঘটনা। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই জ্বলে আগুন। ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা।
এই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ার ঘটনায় পাইলটের মৃত্যুর খবর সামনে আসে। তবে একজন পাইলটের মৃত্যুর সামনে এলেও, জানা যায় অপরজন পাইলট গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিসাধীন রয়েছেন। বর্তমানেও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যায়। ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে, এই ঘটনা সম্পর্খে অবগত করা হয় সকলকে।
জানা যায়, বায়ু সেনার এই জাগুয়ার বিমানটি ভেঙে পড়ার ঘটনা ঘটে গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভদ্রা নগর এলাকাতে। জানা যায়, ঘটনাস্থলেই একজন পাইলটের মৃত্যু হলেও অপর জন পাইলটের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পরই তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, দুজন পাইলট নিয়ম মাফিক এই টুইন সিটার জাগুয়ার বিমান নিয়ে প্রশিক্ষণ চালাচ্ছিলেন। আচমকাই যান্ত্রিক ত্রুটির জেরেই ঘটে দুর্ঘটনা। বিমানটি ভেঙে পড়ার আগে পাইলটরা নিজেদের সেই বিমান থেকে আলাদা করার চেষ্টা করলেও তারা সফল হননি। ভেঙে পড়ার পরই আগুন ধরে যায় বিমানটিতে।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বিকট একটি বিস্ফোরণে শব্দ শোনা গিয়েছিল। তারপরই ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। তবে এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই ভারতীয় বায়ু সেনার তরফ থেকে কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।