প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে মাটিতে ফেলে মারধর করলেন স্বামী, ঝাঁসির লজ্জাজনক ঘটনায় তোলপাড় !
Husband Brutally Thrashes Wife In Broad Daylight After Heated Argument On Busy Road In Jhansi

The Truth of Bengal: কথায় বলে, সংসার সুখী হয় রমণীর গুণে।নারীরাই যে সংসারের চালিকাশক্তি তা সবার জানে। মহিলারাই যাবতীয় কাজ করেন সংসারের।তাঁদের সম্মান করা প্রতিটা পুরুষের কর্তব্য। জীবন সঙ্গিনীর সঙ্গে সুমধুর সম্পর্ক বজায় রাখার কথা প্রতিটা স্বামীর।কিন্তু কখনও কখনও সংসাসের জোয়াল বয়ে বেড়ানো স্ত্রীর ওপর হাত তুলতে দ্বিধা করেন না কিছু উদ্ধত ব্যক্তি।সেরকমই এক বেনজির লজ্জাজনক ঘটনায় আমাদের মাথা হেঁট হয়ে যাওয়ার জোগাড়।দেখা যাচ্ছে,এক ব্যক্তি তাঁর স্ত্রীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। উত্তরপ্রদেশের ঝাঁসির ব্যস্ততম রাস্তায় এই ছবি ধরা পড়ে।২৫জুনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে।
यही देखना बाकी रह गया था, युवक ने युवती की बीच सड़क पर की पिटाई, युवती को बाल खींचकर पीटता दिखा युवक, युवती की पिटाई का वीडियो हो रहा वायरल, नवाबाद थाना क्षेत्र के पिछोर इलाके का मामला.@jhansipolice @Uppolice #Jhansi #UttarPradeshNews #Voilence #Viralvideo pic.twitter.com/CDnk513u7S
— Jaishreeka Jangid (@Jaishreeka01) June 26, 2024
ভিডিয়োয় দেখা যাচ্ছে,শিবম যাদব নামে এক ব্যক্তি,তাঁর স্ত্রীর চুল ধরে টানতে টানতে নিয়ে যায়।কনুই দিয়ে স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অমানবিক প্রহারের পরেও থেমে থাকেনি উদ্ধত শিবম যাদব। আর যখন প্রকাশ্য রাস্তায় এই ঘটনা ঘটে তখন কেউ সেই মহিলাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। এমনকি কেউ অশালীন ব্যবহার করা আগ্রাসী স্বামীকে মাথা ঠান্ড করার জন্যও বলেনি। এই ঘটনা ভিডিয়ো মারফত দেশজুড়ে ছড়িয়ে পড়ার পর হুঁশ ফেরে পুলিশের।
उत्तर प्रदेश के जिला झांसी में ब्यूटी पार्लर के अंदर दुल्हन काजल की गोली मारकर हत्या। काजल की आज शादी हो रही थी। वो तैयार होने पार्लर में आई थी। शक है कि परिचित सनकी युवक (बॉयफ्रेंड) ने ये कत्ल किया होगा। pic.twitter.com/3L436WhKMC
— Sachin Gupta (@SachinGuptaUP) June 23, 2024
ঝাঁসির পুলিশ কর্তারা এক্সে জানিয়েছেন,মোহিনী নামে ওই মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে নওয়াবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন।এই ঘটনায় মামলা রুজু হয়েছে।স্বামীর উপযুক্ত শাস্তি চান তাঁর স্ত্রী।উত্তরপ্রদেশের ঝাঁসির নওয়াবাদের সেই নৃশংস প্রহারের ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী সরকারও। কেন বারবার মহিলারা এই বড় রাজ্যে আক্রান্ত হচ্ছে ? কেন নারীদের মর্যাদা থাকছে না তা নিয়ে সরব বিরোধীরাও। এই অবস্থায় বিজেপি সরকার আইন মেনে কতটা কঠোর পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে নির্যাতিতা মহিলার পরিবার-পরিজন।