দেশ

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেকিং-এ গিয়ে মৃত্যু হল ৯ পর্বতারোহীর

Horrible accident in Uttarakhand, 9 climbers died while trekking

The Truth Of Bengal : ট্রেকিং করতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। তবে এই ট্রেকিংই যে মানুষের প্রাণ কেড়ে নেবে তা কেইবা জানতো? এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ট্রেকিং করতে গিয়ে মৃত ৯ এবং ২২ জনের একটি দল পথভ্রষ্ট হওয়ার পর ১৩ জনের খোঁজ মিলেছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার উত্তরাখণ্ডের উত্তর কাশি জেলার সহস্ত্রতালে প্রায় ৩০ জনের একটি টিম ট্রেকিং করতে বেরিয়েছিলেন। এরপর আবহাওয়া খারাপ থাকার কারণে পথ হারিয়ে ফেলেন ৯ জন ট্রেকার। এরপর জানা যায় তারা ৯ জনই মারা গিয়েছেন। তারা সকলেই ছিলেন কর্নাটকের বাসিন্দা। ৩০ জনের ওই ট্রেকিং টিমটির মধ্যে তেরো জনকে জীবিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই কর্ণাটক সরকার জীবিতদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।

জানা যায় উত্তরাখণ্ডের উত্তরকাশী ও তেহরি জেলার সীমানায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আর এই দুর্ঘটনার পর উদ্ধার কার্যের হাত লাগায় এনডিআরএফ টিম অর্থাৎ বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় বায়ুসেনা।

উল্লেখ্য, হিমালয়ান ভিউ ট্রেকিং এজেন্সির এই ট্রেকাররা গত ২৯ শে মে ৩৫ কিলোমিটারের দীর্ঘ পথ ট্রেক করা শুরু করেছিলেন। তাদের গন্তব্যস্থল ছিল সিল্লা-কুশকল্যাণ সাহস্ত্রা তাল। ট্রেকিং করে ৭ জুন তাদের ফেরার কথা ছিল। আর তার আগেই ঘটল অঘটন। আবহাওয়া খারাপের জন্য মৃত্যু হল ৯ জন ট্রেকারের। এ ঘটনা প্রসঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, ” মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা করি।”

Related Articles