দেশ

কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্ত, সোনপ্রয়াগ থেকে কেদারনাথের রোপওয়ে ছাড়পত্র

Historic decision of the Center, clearance for ropeway from Sonprayag to Kedarnath

Truth Of Bengal: হাজারও ইচ্ছে থাকলেও কেদারনাথ মন্দিরে পৌঁছতে পারেন না বহু পুণ্যার্থী। এবার সেইসমস্ত পুণ্যার্থীদের জন্য সুখবর। রোপওয়ে তৈরির সিদ্ধান্তে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রীসভার। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত এই দীর্ঘ রোপওয়ে তৈরির জন্য খরচ হবে প্রায় ৪ হাজার ৮১ কোটি টাকা। ঐতিহাসিক এই ঝুলন্ত যাত্রাপথ তৈরি হতে সময় লাগবে আগামী চার থেকে ছয় বছর।

ভারতের কঠিন হিন্দু তীর্থ যাত্রার মধ্যে সব থেকে প্রথমেই নাম আসে অমরনাথের নাম। ঠিক তারপরই নাম রয়েছে উত্তরাখণ্ডের কেদার ও বদ্রী। তবে অতীত সময়ের তুলনায় বর্তমানে সুগম হয়েছে সেই পথ। তাই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত রাস্তা যাওয়া যায় গাড়িতেই। তারপর কেদারবনাথ পৌঁছতে গৌরীকুণ্ড থেকে ১৬ কিলোমিটার পাহাড়ি পথে করতে হয় ট্রেকিং। সেই কঠিন পথই এবারব হতে চলেছে সহজষ এছাড়াও সময়টাও লাগবে অনেকটাই কম।

বতর্মান সময়ে পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে বা পালকিতে চড়ে  গৌরীকুণ্ড পৌঁছতে যা সময় ৮-৯ ঘণ্টা সময় লেগে যায়, রোপওয়ের মাধ্যমে সেটা পৌঁছনো সম্ভব মাত্র ৩৬ মিনিটেই। এমনই দাবি করা হচ্ছে নরেন্দ্র মোদি সরকারের তরফে।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত থেকে জানা যায়, কেদারনাথ ছাড়াও গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত তৈরি হবে রোপওয়ে। ওই প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ২ কহাজার য়.৭৩০ কোটি টাকা। প্রসঙ্গত, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি উত্তরাখণ্ড সফরে গিয়েছেন। ঠিক তার আগেই দুই রোপওয়ের প্রকল্পের কথা ঘোষণা করা হয়।

Related Articles