দেশ

হাই কোর্টের নির্দেশ বহাল, কেজরিওয়ালের জামিন স্থগিত সুপ্রিম কোর্টেও

High Court's order upheld, Kejriwal's bail stayed in Supreme Court

The Truth of Bengal: সুপ্রিম কোর্টে আবেদন করেও জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিনের আর্জি জানিয়ে এবং দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরি। কিন্তু, আগামী বুধবার পর্যন্ত তাঁর আর্জি গ্রাহ্য হয়নি শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই সময়ের মধ্যে দিল্লি হাই কোর্ট কী রায় দেয় তা দেখে নিতে চায় সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে জামিন পেলেও তিনি জেলমুক্ত হতে পারেননি। নিম্ন আদালতের এই রায়ের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি হাইকোর্ট মামলাটি না শোনা পর্যন্ত তিহার থেকে মুখ্যমন্ত্রীর মুক্তি স্থগিত করে দেয়। আগামী বুধবার সেই মামলার শুনানি আছে। এই সময়ে আগে যাতে জামিন মেলে তার জন্য সুপ্রিম করতে আবেদন করেছিলেন কেজরিওয়াল। কিন্তু সুপ্রিম কোর্ট কেজরির সেই আবেদনে বুধবার পর্যন্ত কোনও হস্তক্ষেপ করেনি।

উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। পরে তাঁকে পাঠানো হয় তিহার জেলে। ইডি-র গ্রেফতারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। পরে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই রাজি হয়নি। ফলে মেয়াদ শেষ হতেই ২ জুন আত্মসমর্পণ করতে বাধ্য হন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। যদিও পরদিন শুক্রবার আবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। সাময়িক ভাবে কেজরির জেলমুক্তি আটকে দেয় দিল্লি হাই কোর্ট।

Related Articles