এবার থেকে প্যান কার্ডের আবেদনে তৃতীয় লিঙ্গের পরিচয় শংসাপত্র বৈধ বলে গ্রাহ্য হবে
Henceforth, identity certificate of third gender will be accepted as valid in PAN card application

Truth Of Bengal: প্যান কার্ড আবেদনে আর কোনো বাধা নেই তৃতীয় লিঙ্গের। এবার থেকে তৃতীয় লিঙ্গের পরিচয় শংসাপত্র বৈধ বলে গ্রাহ্য হবে। প্যান কার্ডে তৃতীয় লিঙ্গের কোনো বিকল্প না থাকায় শীর্ষ আদালতে দারস্থ হন বিহারের এক রূপান্তরকামী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে প্যান কার্ডের আবেদনে তৃতীয় লিঙ্গের পরিচয় শংসাপত্র বৈধ বলে গ্রাহ্য হবে।
রূপান্তরকামী মামলাকারী, জানিয়েছেন ২০১২ সালে যখন প্যান কার্ড বানিয়েছিলেন তখন তাঁকে লিঙ্গ হিসাবে পুরুষ বলে অবিহিত করা হয়েছিল। এমনকি ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবর্ষের আয়কর রিটার্ন যখন দাখিল করেছিলেন তাখনও তার লিঙ্গ পুরুষ হিসাবে উল্লেখ ছিল। তবে যখন আদালতের তরফ থেকে তৃতীয় লিঙ্গ বা রুপান্তরকামীদের নাম আধার কার্ডে অন্তর্ভুক্তিকরণ কিংবা নথিভুক্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তখন আধার নথিতে রূপান্তরকামী হিসাবে স্বীকৃতি পান ওই মামলাকারী।
কিন্তু, প্যান কার্ডে তৃতীয় লিঙ্গের কোনও বিকল্প না থাকায় সমস্যায় পড়তে হয়েছিল বিহারের ওই রূপান্তরকামী তথা সমাজকর্মীকে। যার জেরে আধার কার্ডের মতোই প্যান কার্ডেও তৃতীয় লিঙ্গের জন্য বিকল্প ব্যবস্থা রাখার আবেদন জানান। তাঁর এই আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছেন কেন্দ্রীয় সরকার নিয়ম অনুযায়ি এই মামলার সম্মতি জানিয়েছে। কেন্দ্রকে এই বিষয়টি প্যান সংক্রান্ত নিয়মবিধিতেও সংযুক্ত করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি এহসানউদ্দিন আমানউল্লাহর বেঞ্চ জানিয়েছেন “মামলাটি নিয়ে আমরা কেন্দ্রের থেকে জবাব চেয়েছিলাম। মামলার প্রায় সব দাবি কেন্দ্র মেনে নিয়েছে।”কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবার থেকে প্যান কার্ডের আবেদনে তৃতীয় লিঙ্গের পরিচয় শংসাপত্র বৈধ বলে গ্রাহ্য হবে