দেশ

গুটখা, মদের বিজ্ঞাপন সরিয়ে ফেলা হবে স্টেট বাস থেকে, বড় ঘোষণা রাজ্যের

Gutkha, liquor advertisements to be removed from state buses, big announcement from the state

Truth Of Bengal: স্বাস্থ্যের ক্ষতিকর গুটখা,মদের ব্যবহার কমাতে সচেষ্ট হিমাচল প্রদেশের সরকার। এই রকম অবস্থায় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বাধীন হিমাচল সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও এই নীতি গ্রহণ করা হবে। সেইমতো সরকারি বাস থেকে সরিয়ে ফেলা হবে গুটখা ও মদের বিজ্ঞাপন।

হিমাচল প্রদেশের বোর্ড অফ ডিরেক্টর্স ও হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সৌন্দর্যায়নের মতোই ড্রাগের ব্যবহার কমানোর এই গুরুত্বপূর্ণ বার্তা সবমহলের প্রংশসা আদায় করে নিয়েছে।

এই বিষয়ে উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী জানিয়েছেন,পুরনো প্রায় ১হাজার বাস বদল করা হবে।পরিবর্তে অন্তর্ভূক্ত করা হবে ৩২৭টি ইলেকট্রিক বাস,২৫০ মিনি বাস এবং ১০০টি মিনি টেম্পো বাস। বায়ু দূষণের মাত্রা কমাতে পুরনো বাস কমিয়ে ইলেকট্রিক বাস পথে নামানো হচ্ছে।

এর সঙ্গে মুকেশ অগ্নিহোত্রী আরও স্পষ্ট করেন,সামাজিক দায়বদ্ধতা থেকেই গুটখা ও মদের বিজ্ঞাপন বাস থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যাতে সমাজে ড্রাগের ব্যবহার কমানো যায় এবং স্বাস্থ্যকর সমাজ গড়ার ভাবনা কার্যকর হয়।তাই দলমত নির্বিশেষে মানুষ হিমাচল সরকারের এই স্বাস্থ্যসম্মত পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন।

জনকল্যাণের মতোই আগামী প্রজন্মের মধ্যে এই ড্রাগের ব্যবহার কমানোর জন্য প্রচারকে রাজ্য সরকার অগ্রাধিকার দিতে চায় বলেও কংগ্রেস সরকার স্পষ্ট করেছে। তাই রাজ্য সরকারের এই স্বাস্থ্যসচেতন পদক্ষেপ চিকিত্সক সহ সমাজের অন্যান্য অংশের প্রশংসা কুড়োচ্ছে।

মহিলা সংগঠনগুলো  এই মদের ব্যবহার কমাতে প্রচারকে জোর দিতে চায়।সবমিলিয়ে বলা যায়,ড্রাগমুক্ত সমাজ গড়ার হিমাচল সরকারের লক্ষ্যকে সার্থক করতে মহিলারাও এগিয়ে আসায় তা আলাদা মাত্রা পাচ্ছে।

Related Articles