
The Truth of Bengal: লোকসভা নির্বাচনে আগে রাজধানী দিল্লিতে বিক্ষোভে সামিল হলেন হাজার হাজার সরকারি কর্মী। রবিবার ওই বিক্ষোভে সামিল হন দেশের কয়েকটি রাজ্যের সরকারি কর্মীরা। ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের তরফে দাবি করা হয়েছে, পুরনো পেনশন পদ্ধতিতেই পেনশন চালু করতে হবে। কেন্দ্রীয় সরকার এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্তর্গত বিভিন্ন রাজনৈতিক দল সরকারি কর্মীদের এই বিক্ষোভকে সমর্থন করেছে।
বিরোধীদের তরফে সরকারি কর্মীদের দাবির প্রতি নৈতিক সমর্থন জানানো হয়েছে। যে লক্ষ লক্ষ সরকারি কর্মী দেশের জন্যে কাজ করছেন, তাঁদের দাবি মেনে নেওয়ার আর্জিও জানিয়েছেন বিরোধীরা।দেশের কয়েকটি রাজ্যে পুরনো পেনশন পদ্ধতি চালু আছে। পুরনো পেনশন ব্যবস্থা চালু রয়েছে দেশের যে রাজ্যগুলিতে তার ভিতর রয়েছে রাজস্থান, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ। এছাড়া পশ্চিমবঙ্গেও চালু রয়েছে পুরনো পেনশন পদ্ধতি।
প্রসঙ্গত, পুরনো পেনশন পদ্ধতি অনুসারে সরকারি কর্মীরা নিজেদের মূল বেতনের ৫০ শতাংশ পান পেনশন হিসেবে।যাঁরা ২০০৪ সালের আগে সরকারি চাকরি পেয়েছেন, তাঁরাই পুরনো পেনশন প্রকল্পের আওতাধীন। আন্দোলনরত সরকারি কর্মীরা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যদি ২৪-এর লোকসভা নির্বাচনের আগে পুরনো পেনশন স্কিম চালু না করে, সেক্ষেত্রে আন্দোলন আরও জোরালো করা হবে। ভোট ফর ওল্ড পেনশন স্কিম শীর্ষক প্রচার চালানো হবে।
Free Access