ইপিএফও কর্মীদের জন্য সুখবর: এবার শুধু মুখ দেখালেই মিলবে ইউএএন নম্বর
Good news for EPFO employees: UAN number will now be available only by showing face

Truth of Bengal: সরকার এবার ইপিএফও-র আওতাধীন কর্মীদের জন্য এক নতুন সুবিধার ঘোষণা করল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া মঙ্গলবার জানিয়েছেন, এখন থেকে ইপিএফও-র সামাজিক নিরাপত্তা প্রকল্পে যুক্ত কর্মীরা শুধুমাত্র মুখ দেখিয়েই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) ও তার সঙ্গে যুক্ত পরিষেবাগুলি পেতে পারবেন।
মন্ত্রী আরও জানান, বিহারের ছয়টি জেলা – যেমন অরারিয়া, সাহারসা, আওরঙ্গাবাদ, বাঁকা, পূর্ব চম্পারন ও গোपालগঞ্জ – এখন থেকে পুরোপুরি ESIC (কর্মচারী রাজ্য বিমা নিগম)-এর আওতাভুক্ত হবে। এর ফলে প্রায় ২৪,০০০ অতিরিক্ত মানুষ সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন।
মনসুখ মাণ্ডবিয়া জানান, ইপিএফও এখন আধার-ভিত্তিক ফেস অথেন্টিকেশন প্রযুক্তির (FAT) মাধ্যমে ইউএএন নম্বর জেনারেট ও অ্যাক্টিভেট করার উন্নত ডিজিটাল পদ্ধতি চালু করেছে। এতে কর্মীরা আরও সহজে, সুরক্ষিত এবং ডিজিটালি ইউএএন পেতে পারবেন।
এই প্রক্রিয়ায়, কর্মীকে “উমং অ্যাপ” খুলে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইউএএন জেনারেট ও অ্যাক্টিভেট করতে হবে। আধার যাচাইয়ের পর ইউএএন তৈরি হবে এবং আধারে থাকা মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।
একবার ইউএএন তৈরি হলে, কর্মী উমং অ্যাপ বা সদস্য পোর্টাল থেকে ইউএএন কার্ড ডাউনলোড করতে পারবেন। যারা আগেই ইউএএন পেয়েছেন কিন্তু একটিভ করেননি, তারাও এখন উমং অ্যাপ দিয়ে সহজেই একটিভ করতে পারবেন।
মন্ত্রী আরও বলেন, ফেস অথেন্টিকেশন ব্যবহার করলে বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক বা ওটিপি-ভিত্তিক যাচাইয়ের তুলনায় অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত হয়।
সরকারের এই উদ্যোগ ইপিএফও সদস্যদের জন্য ডিজিটাল পরিসেবায় এক বড় পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে।