দেশ

ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল গরবা

Garba got UNESCO heritage status

The Truth of Bengal: চলতি সপ্তাহের প্রথম দিকেই আফ্রিকার দেশ বাতসোয়ানে বসেছিল ইউনেস্কোর ১৮ তম অধিবেশন। ইউনেস্কো হল রাষ্ট্রসংঘের অন্যতম প্রধান অঙ্গ। তাদের ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তালিকায় প্রতি বছরই বিভিন্ন সংস্কৃতি স্বীকৃতি পেয়ে থাকে। সংস্কৃতির গুরুত্ব অনুযায়ীই এবার গুজরাটের ঐতিহ্যবাহী নাচ গুজরাটের গরবা পেল ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তকমা।

সেই স্বিকৃতি পাওয়ার পরই গরবার তালে মেতে ওঠে নিউইয়র্ক। বৃহস্পতিবার টাইমস স্কোয়ারে গরবা নাচ পরিবেশন করা হয়েছিল। নাচের সঙ্গে পরিবেশিত হয়েছিল সঙ্গীতও। নানা রঙের পোশাক পড়ে একেবারে গুজরাটি সাজে সেজে মহিলা ও পুরুষরা অংশগ্রহণ করেন সেই উৎসবে। প্রবাসী ভারতীয়দের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফে টাইমস স্কোয়ারে গরবা নাচে মেতে ওঠেন প্রবাসী ভারতীয়রা।

এই সংস্থার চেয়ারম্যান এই অনুষ্টানকে ঐতিহাসিক অনুষ্ঠান বলে আখ্যা দেন, সঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। গরবাকে ইউনেস্কো তালিকা ভুক্ত করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোসাল মিডিয়া একটি পোস্টে তিনি গরবাকে জীবন, ঐক্যের নিদর্শন বলে উল্লেখ করেছেন।আগামীদিনে নবরাত্রির মতো উৎসবও ইউনেস্কোর স্বিকৃতি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

Related Articles