চোরেদের বেতন ১৫ হাজার! খাবারও ফ্রি! হাসিতে লুটোপুটি নেটিজেনরা
Gang of thieves in UP got fixed salary netizens laugh at the news

Truth Of Bengal: পেশা চুরি। প্রতি মাসের বেতন ১৫ হাজার। হ্যাঁ, ঠিকই শুনছেন। গোরখপুরে পুলিশ মোবাইল ফোন চোরদের একটি দলকে ধরেছে যেখানে সদস্যদের ‘সাফল্যের হার’ নির্বিশেষে একটি নির্দিষ্ট বেতন দেওয়া হত। শুক্রবার রাতে এই গ্যাং-এর মাস্টারমাইন্ড সহ দুই চোরকে গ্রেফতার করেছে জিআরপি।
তাদের কাছ থেকে ৪৪টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ডিভাইসগুলোর মূল্য ১০ লাখেরও বেশি বলে অনুমান করা হচ্ছে। ফোনের পাশাপাশি, পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং একটি ছুরিও পেয়েছে যা শিকারদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হত।
গোরখপুর জিআরপি এসপি সন্দীপ কুমার মীনা জানান, মনোজ প্রতি মাসে তার সহযোগীদের ১৫ হাজার টাকা বেতন দিতেন। তাদের বিনামূল্যে খাবার এবং বাইরের স্টেশন ভ্রমণের জন্য টাকাও দেওয়া হত।
বিভিন্ন স্টেশন এবং ব্যস্ত বাজারগুলো থাকত তাদের টার্গেট।
মনোজ তার গ্রাম সাহেবগঞ্জের এমন যুবকদের খুঁজে বের করত যাদের অর্থের প্রয়োজন এবং কিছুটা শিক্ষিত। এই যুবকদের তিন মাস প্রশিক্ষণ দেওয়া হত। চুরির ছেট ছোট টার্গেট দেওয়া হত। যারা টার্গেট পূরণ করত তাদের গ্যাংয়ে নেওয়া হত নির্দিষ্ট বেতন দিয়ে।
এই ঘটনা সামনে আশতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখছেন, ‘প্রাইভেট জবের থেকে অনেক ভাল’। কেউ ভাবার লেখেন, ‘ভ্যাকেন্সি থাকলে জানাবেন কীভাবে চাকরির জন্য আবেদন জানাব’