এবার থেকে যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে তোলা যাবে পেনশন
From now on, pension can be withdrawn from any branch of any bank

Truth Of Bengal: এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের গ্রাহকদের জন্য সুখবর। কেন্দ্র এবার সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে, যার ফলে যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে পেনশন তোলা যাবে। এই পদক্ষেপে ৭৮ লক্ষ ইপিএস গ্রাহক উপকৃত হবেন বলে কেন্দ্র সরকার জানিয়েছে।
এই বছরের সেপ্টেম্বরে সিপিপিএস চালুর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক, এবং আগামী বছরের ১ জানুয়ারি থেকে গ্রাহকেরা এই সুবিধা পাবেন। মন্ত্রক জানিয়েছে, পরবর্তী ধাপে লেনদেনকে আরও সহজ করতে আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম চালু হবে, যা ২০২৫ সালের মাঝামাঝি শুরু হবে।
নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ইপিএফওর নিয়মকে আরও সহজ করার দিকে নজর দিয়েছে। গত ৪ সেপ্টেম্বর, প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণকারী সংস্থার কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড পেনশন দেওয়ার নিয়ম পরিবর্তনের প্রস্তাব পেশ করে, যা শ্রম মন্ত্রকের অনুমোদন পেয়েছে।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেছেন, ইপিএফওর পেনশনভোগীরা অনেক সময় এক জায়গা থেকে অন্যত্র চলে যান, এবং নতুন এলাকায় পেনশন পেতে সমস্যা হয়। সিপিপিএস চালু হলে এই সমস্যা আর থাকবে না, দেশের যে কোনও প্রান্তে যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে পারবেন তাঁরা।
ইপিএফও প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা আংশিক তোলার অগ্রিম ক্লেম লিমিট বাড়িয়েছে। এখন একজন গ্রাহক এক লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন, যা আগে ছিল ৫০ হাজার। গ্রাহকরা বাড়ি নির্মাণ, সন্তানের শিক্ষা বা বিয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে আংশিক অর্থ তুলতে পারবেন। এই পরিবর্তনে ৭.৫ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে কেন্দ্র দাবি করেছে।
প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকার ৬০ শতাংশ তোলার প্রক্রিয়া আগে ১০ দিন সময় নিত, যা এখন ৩-৪ দিনে কমিয়ে দেওয়া হয়েছে। ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের পাসবইয়ের প্রয়োজন নেই। প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক সুদের হার ৮.২৫ শতাংশ ধরা হয়েছে।