দেশ

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা, আহত একাধিক পুলিশকর্মী

Former Rajasthan CM's convoy meets with accident, several police personnel injured

Truth of Bengal: বড়সড় দুর্ঘটনার কবলে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়। এক বাইক আরোহীর প্রাণ রক্ষা করতে গিয়েই উল্টে যায় কনভয়ের একটি গাড়ি। ঘটনাটি ঘটে রাজস্থানের পালি জেলার মুন্ডারা এলাকাতে। রবিবার সন্ধ্যের ঘটনায় চাঞ্চল্য। এই দুর্ঘটনার জেরে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী।

জানা গিয়েছে,  রাজ্যের এক মন্ত্রীর মায়ের মৃত্যুর খবর শোনা মাত্রই তাঁর বাড়িতে গিয়েছিলেন বসুন্ধরা রাজে। সেখানে থেকে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। কনভয়ের একেবারে সামনেই ছিল পুলিশের ওই গাড়িটি। আর সেই গাড়ির পেছনেই ছিলেন বসুন্ধরা রাজে।

সামনে একটি মোটর বাইক চলে আসায়, সেই বাইকের সঙ্গে দুর্ঘটনা এড়াতে গিয়েই নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ওই গাড়িটি। সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার পাল্টি খেয়ে যায় গাড়িটি। আহত হন ওই গাড়িতে উপস্থিত পুলিশকর্মীরা। তবে কোনওরকমভাবেই আঘাতপ্রাপ্ত হননি বসুন্ধরা রাজে।

আহতদের প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles