দেশ

জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, ভর্তি হাসপাতালে

Former Finance Minister P Chidambaram admitted to hospital after he falls unconscious

Truth of Bengal: গুজরাটের আমেদাবাদের সবরমতি আশ্রমে আচমকা অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। মঙ্গলবার প্রার্থনাসভায় অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র অনুযায়ী, অতিরিক্ত গরমের কারণেই চিদম্বরম অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এই প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল-সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

প্রসঙ্গত, গত ৩০ বছরে গুজরাটে কংগ্রেস ক্ষমতায় আসেনি। তাই রাজ্য জয়ের পরিকল্পনা নিয়েই গুজরাটে দু’দিনের বৈঠকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি (AICC)। সেই বৈঠকে যোগ দিতেই গুজরাটে গিয়েছিলেন চিদম্বরম।

Related Articles