দেশ

চাঁদের মাটিতে জীবনের সন্ধান, ইসরো গবেষণায় ইঙ্গিত বিজ্ঞানীদের

Finding life on lunar soil, ISRO research suggests scientists

The Truth of Bengal,Mou Basu: চাঁদের প্রাণ থাকতে পারে বলে বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে নানা অন্বেষণ করে চলেছেন। এবার সেই লক্ষ্যে এক ধাপ এগোল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে মেরু অঞ্চলে যে সব গহ্বর আছে তাতে বরফ জলের সন্ধান পাওয়া গেছে। গবেষণায় বলা হয়েছে, আগের অনুমানের চেয়েও বেশি পরিমাণে বরফ জল চাঁদের মাটিতে মেরু অঞ্চলে গহ্বরে লুকিয়ে আছে। এক্ষেত্রে চাঁদের উত্তর মেরু অঞ্চলে দক্ষিণ মেরু অঞ্চলের চেয়েও বেশি পরিমাণে বরফ জল থাকতে পারে।

ইসরোর বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, চাঁদের উত্তর মেরু অঞ্চলে দক্ষিণ মেরু অঞ্চলের চেয়ে দ্বিগুণ বরফ জল থাকতে পারে। আগ্নেয়গিরির লাভা বেরোনোর সময় যে গ্যাস বেরিয়েছিল তা জমে জমে এই বরফ জল তৈরি হয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের।ইসরোর বিজ্ঞানীদের নেতৃত্বে এই অভিযানে শামিল হন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের বিজ্ঞানীরাও। এছাড়াও ছিলেন আইআইটি কানপুর, সার্দান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, জেট প্রপালশন ল্যাবরেটরি ও আইআইটি (আইএসএম) ধানবাদের গবেষকরাও। লুনার রেকনেসাঁস অরবিটারে থাকা র্যাডার, লেজার, অপ্টিক্যাল, নিউট্রন স্পেকট্রোমিটার, ভায়োলেট স্পেকট্রোমিটার ও থার্মো রেডিওমিটারের সাহায্যে এই গবেষণা চালানো হয়।

Related Articles