তীব্র দাবদাহ থেকে অবশেষে মুক্তি, দিল্লি সহ একাধিক অঞ্চলে বৃষ্টি
Finally relieved from intense heat, rains in several areas including Delhi

The Truth of Bengal: গত সপ্তাহেই দেশের সর্বোকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ঢ গড়েছিল দিল্লি। সোম এবং মঙ্গলবার হতে পারে বৃষ্টি, এমনটাই খবর পাওয়া গিয়েছে। দিল্লি ছাড়াও দেশের নানা অঞ্চলে বৃষ্টি হওযার পূর্বাভাস দেওয়া হচ্ছে আবহাওযা দফতরের তরফ থেকে। তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তির বার্তা শোনাল আবহাওয়া দফতর। আগামী তিনদিন দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে গরমের দাপট কমার কথা জানা যাচ্ছে।
একইসঙ্গে পূর্বাভাস রয়েছে বৃষ্টিরও। পশ্চমবঙ্গেও কমতে পারে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ। গত সপ্তাহেই দিল্লি সর্বকালীন রেকর্ড গড়েছিল তাপমাত্রায়। রাজধানীর তাপমাত্রা সেইসময় পৌঁছে গিয়েছিল ৫২.৯ ডিগ্রিতে। মহারাষ্ট্র ভেঙেছে দিল্লির রেকর্ড। সূত্রের খবর, গত ৩০ মে নাগপুরের তাপমাত্রা পৌঁছে যায় ৫৬ ডিগ্রির ঘরে। এই দুটি শহরে তীব্র গরমের জেরে কাহিল হয়ে পড়ে দেসবাসী।
বিগত এক সপ্তাহে সর্বোমোট মৃত্যুর সংখ্যা ৮৭। এই পরিস্থিতির মাঝেই এবার আবহায়া দফতরের স্বস্তির বার্তা। জানা যাচ্ছে, সোমবার ও মঙ্গলবার দিল্লিতে হতে পারে বৃষ্টি। যার জেরে একলাফে তাপমাত্রাও কমে যাবে বেশ খানিকটাই। তবে দিল্লিই শুধু নয়, আরও নানা অঞ্চলে বৃষ্টি হওয়ার পূর্বাবাস আবহাওয়া দফতরের। এছাড়াও বিহার ও গাঙ্গেয় বঙ্গে ৩-৬ জুন পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।