গুজরাতে নকল মেডিক্যাল ডিগ্রি বিক্রির চক্র ফাঁস, গ্রেফতার ১৪ ভুয়ো ডাক্তার
Fake medical degree racket busted in Gujarat, 14 fake doctors arrested

Truth Of Bengal: গুজরাত পুলিশ এক চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে ১৪ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে নকল মেডিক্যাল ডিগ্রি বিক্রি করত এক সংঘবদ্ধ চক্র। অভিযুক্তদের কাছ থেকে অন্তত ১২০০টি ভুয়ো শংসাপত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তে উঠে এসেছে, ‘বোর্ড অফ ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন’ নামে একটি ভুয়ো সংস্থা তৈরি করেছিল এই চক্র। দাবি করা হয়েছিল, সংস্থাটি গুজরাত সরকারের অনুমোদিত। তবে বাস্তবে ভারতে ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে কোনও নির্দিষ্ট আইন বা নিয়ম নেই। সেই আইনি ফাঁকফোকর ব্যবহার করেই চক্রটি এই প্রতারণার পরিকল্পনা করে।
পুলিশের তথ্যমতে, অষ্টম শ্রেণি উত্তীর্ণ ব্যক্তিরাও ৭০ হাজার টাকার বিনিময়ে নকল মেডিক্যাল ডিগ্রি কিনতে পারতেন। ডিগ্রির নাম নথিভুক্ত করার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হত, সেটিও ভুয়ো বলে তদন্তে উঠে এসেছে। চক্রটি ডিগ্রি কিনতে আসা লোকজনকে আশ্বাস দিত, এই শংসাপত্র দেখিয়ে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি দুই ধরনের চিকিৎসাই করা যাবে।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, একবার ডিগ্রি কেনার পর প্রতি বছর ১০ হাজার টাকা দিয়ে সেটি পুনর্নবীকরণ করতে হত। পুলিশের তৎপরতায় তিন ভুয়ো ডাক্তারকে হাতেনাতে ধরার পর মূল অভিযুক্ত রমেশ গুজরাতিকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে, কারা কারা এই ভুয়ো ডিগ্রি নিয়ে ডাক্তারি করছেন। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা নিয়েও তদন্ত চলছে।