দেশ

খোঁপায় শিবলিঙ্গ নিয়ে তাজমহলে প্রবেশ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Entry into Taj Mahal with Shivlinga in a bag raises questions about security

Truth Of Bengal: ফের মহাশিবরাত্রিতে উত্তপ্ত হল তাজমহল চত্বর। বুধবার নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে সেখানে। অখিল ভারত হিন্দু মহাসভা মহিলা মোর্চার জেলা সভাপতি মীরা রাঠোর নিজের চুলে একটি খোঁপা তৈরি করে তার ভেতরে একটি শিবলিঙ্গ স্থাপন করে তাজমহলের ভেতরে প্রবেশ করেন।

তিনি দাবি করেন, বুধবার সকাল ১০টায় প্রবেশের পর তিনি অতিথিশালার দিকে শিবলিঙ্গ স্থাপন করেন এবং মহাকুম্ভ থেকে আনা গঙ্গা জল দিয়ে অভিষেক ও পুজো করেন। তাঁর সঙ্গে উপস্থিত জনতা সেই ঘটনার একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জলাভিষেকের পর, মীরা রাঠোর বলেন, তিনি গঙ্গার জল দিয়ে তাজমহলকে পবিত্র করতে এসেছেন। তিনি শিবলিঙ্গ এবং অন্যান্য পুজোর জিনিসপত্র এনেছিলেন খোঁপায় বেঁধে।

তাজমহলের সিনিয়র সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেছেন, ‘তদন্ত চলছে। প্রথম দেখায় ভিডিওটি পুরনো বলে মনে হচ্ছে। বুধবারের ভিডিওটি সিসিটিভি রেকর্ডিংয়ে পাওয়া যায়নি। মীরা রাঠোরের ফোনে তদন্ত করলে সত্য বেরিয়ে আসতে পারে।’ এদিকে, মীরা রাঠোর বলেন, ‘এএসআই এবং সিআইএসএফ মিথ্যা বলছে। আমরা যখনই শিবের উপাসনা করি, প্রশাসন তখন দূরে থাকতে চায়। এটি শুধুমাত্র বুধবারের ভিডিও। আমি কেবল শিবরাত্রিতে পুজো করেছি। অন্য কোনও দিনে পুজো করার কোনও যুক্তিসঙ্গত কারণ ছিল না। পুলিশ বা কোনও নিরাপত্তা সংস্থা সারাদিন আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

তাজমহলে শিবলিঙ্গ, মূর্তি বা অন্য কোনও ধর্মীয় প্রতীক বহন নিষিদ্ধ। তাজের ভেতরে ধূপকাঠি, আগরবাতি, দেশলাই, শিবলিঙ্গ ইত্যাদি বহন করা সিআইএসএফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। বর্তমানে, তাজমহলের পূর্ব এবং পশ্চিম উভয় ফটকেই প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। মহিলাদের ব্যাগের জন্য স্ক্যানার বসানো হয়েছে, কিন্তু খোঁপায় বাঁধা শিবলিঙ্গ বহন করার পর, বডি স্ক্যানারের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তাজে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলিতে মুখ শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে।

অভিযোগ উঠেছে, মীরা রাঠোর বারবার শ্রাবণ ও শিবরাত্রি উপলক্ষে তাজমহলে পুজো করতে এসেছেন, কিন্তু সিসিটিভিতে তাঁকে শনাক্ত করা যায়নি। তাজের বাইরের হলুদ জোনে সিসিটিভি ক্যামেরা বসানো আছে, কিন্তু পুলিশ মীরা রাঠোরের তাজে আসার বিষয়টিও তদন্ত করতে পারেনি।

Related Articles