দেশ

কমিশানের নজর এবার রাহুলের হেলিকপ্টারে,তামিলনাড়ুতে তল্লাশি চালানো হল কংগ্রেস নেতার

Election officials of Flying squad check Rahul Gandhi's helicopter in Tamil Nadu

The Truth of Bengal: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তল্লাশি চালানো হল রাহুলের হেলিকপ্টারে। ভোটের প্রচারে সোমবার সকালে তামিলনাড়ুতে যান রাহুল। সেখানে কপ্টার নামতেই তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা।  রবিবার তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। তল্লাশিতে কিছুই মেলেনি বলে দাবি করেন অভিষেক। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার রাহুল গান্ধির কপ্টারে তল্লাশি।

বিরোধীদের নানা ভাবে চেপে ধরা হচ্ছে বারবার অভিযোগ উঠছে। যা নিয়ে সরব হচ্ছেন বিরোধী দলের নেতারা। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করারও অভিযোগ উঠছে। এবার পর পর দুই দলের দুই শীর্ষ নেতার কপ্টারে যে ভাবে তল্লাশি চালানো হয়েছে তাতে সেই অভিযোগ অন্য মাত্রা পাচ্ছে।

আগামী ২৬ এপ্রিল কেরলের দ্বিতীয় দফায় ভোট আছে কেরলের ওয়েনাডে। সোমবার সেখানে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন রাহুল। ওয়েনাড যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ওই কপ্টারে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ। তবে তল্লাশিতে কিছু মিলেছে কিনা তা জানা যায়নি।

Related Articles