দেশে ৯৯.১ কোটি ভোটার জানাল নির্বাচন কমিশন
Election Commission announces 99.1 crore voters in the country

Truth Of Bengal: অলিখিত ভাবে বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যার দেশ ভারত। যদিও খাতায়-কলমে শীর্ষে রয়েছে চিন আর ভারত দ্বিতীয় স্থানে। এবার জানা গেল দেশের মোট ভোটার সংখ্যা। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে মোট ভোটারের সংখ্যা এখন ৯৯.১ কোটিতে পৌঁছেছে।
যেখানে গত বছর (২০২৪) লোকসভা নির্বাচনের সময় এই সংখ্যা ছিল ৯৬.৮৮ কোটি। জাতীয় ভোটার দিবসের দুই দিন আগে জারি করা এক বিবৃতিতে নির্বাচন কমিশন (ইসি) বলেছে যে, মোট ৯৯.১ কোটির মধ্যে ১৮-২৯ বছর বয়সি ২১.৭ কোটি তরুণ ভোটার রয়েছেন। জাতীয় ভোটার দিবস প্রতি বছর ২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয়। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। ৭ জানুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা করার সময়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার বলেছিলেন, ভারত শীঘ্রই এক বিলিয়নেরও বেশি ভোটারের নতুন রেকর্ড তৈরি করবে।