
The Truth of Bengal: রাজনৈতিক নেতার সম্পত্তি নিয়ে এমন পদক্ষেপ হামেশাই করে থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা বুধবার একটি বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের ৫৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। জেট এয়ারওয়েজ ছাড়াও জেট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সম্পত্তিও রয়েছে ওই তালিকায়।
গতকালই জেট এয়ারওয়েজের মালিক নরেশ গোয়েল-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে ইডি। কানাড়া ব্যাঙ্কের তরফে জেট এয়ারওয়েজের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়। ব্যাঙ্কের তরফে বলা হয় তারা জেট এয়ারওয়েজকে ধার দিয়েছিল ৮৪৮ কোটি টাকা। তার মধ্যে ব্যাঙ্কের পাওনা ৫৩৮ কোটি টাকা।
নরেশের সংস্থার বিরুদ্ধে মূল মামলাটি ছিল সিবিআইয়ের। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার কাছে কানাড়া ব্যাংক জেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ঋণের টাকা নয়ছয় করার। কানাড়া ব্যাংক ছাড়াও স্টেট ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কনসোর্টিয়াম ওই ঋণ দিয়েছিল। সেই টাকা নানাভাবে অন্যত্র সরানো হয়। ইডি বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করে।
Free Access