বাক স্বাধীনতায় হস্তক্ষেপ কেন্দ্রের,দাবি ইলন মাস্কের সংস্থার
The Center for Interference with Free Speech, claims Elon Musk's organization

The Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকারের। সামাজিক মাধ্যমে সরকার ও বিজেপি বিরোধী মতামত সেন্সর করতে চাইছে কেন্দ্র। ইলন মাস্কের এক্স মাইক্রো ব্লগিং সাইটের তরফে এমনই দাবি করা হয়েছে। একদিকে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। অন্যদিকে সোশ্যাল মিডিয়া থেকে বেশকিছু অ্যাকাউন্ট ও পোস্ট মুছে ফেলতে নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।
কেন্দ্রের এই নির্দেশে সহমত নয় সংস্থা। তবে সরকারি অর্ডার পালনে প্রতিশ্রুতি দিয়েছে এক্স। ভারত সরকারের দেওয়া নির্দেশিকাও প্রকাশ্যে আনার পক্ষে ও সংস্থা কিন্তু আইনি জটিলতার কারণে এই পদক্ষেপ থেকে বিরত থাকছে এক্স। একদিকে দেশজুড়ে কৃষক আন্দোলন অন্যদিকে লোকসভা নির্বাচন এর আগে কেন্দ্র সরকার দেশবাসীর বাক স্বাধীনতা হরণের চেষ্টা করছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা। এক্স এর global government affairs হ্যান্ডেল থেকে এই সংক্রান্ত পোস্ট করা হয়েছে।
The Indian government has issued executive orders requiring X to act on specific accounts and posts, subject to potential penalties including significant fines and imprisonment.
In compliance with the orders, we will withhold these accounts and posts in India alone; however,…
— Global Government Affairs (@GlobalAffairs) February 21, 2024
তাতে উল্লেখ রয়েছে, শুধুমাত্র ভারত থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা পোস্টগুলি দেখা যাবে না। ভারত সরকারের এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে রিট দায়ের করেছে ওই সংস্থা। ভারত সরকারের এই পদক্ষেপের সঙ্গে সহমত নয় ওই সংস্থা কারণ সামাজিক মাধ্যমে পোস্টগুলির সঙ্গে সাধারণ মানুষের বাক স্বাধীনতার অধিকার জড়িয়ে রয়েছে। যদিও সংস্থার এই দাবির পরিপ্রেক্ষিতে মোদি সরকারের তরফ থেকে এখনো কোন প্রতিক্রিয়া মেলেনি।