দেশ
Trending

ভোটের সময় বুথ ফেরত সমীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা জারি কমিশনের!

The Truth Of Bengal Desk: প্রথম দফার ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল।দেশজুড়ে ভোটের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ,নিরপেক্ষ ও অবাধ রাখার জন্য কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলে কমিশনের তরফে আশ্বস্ত করা হচ্ছে।এরমাঝে কমিশনের তরফে বুথ ফেরত সমীক্ষা নিয়ে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা।

কী রয়েছে কমিশনের নির্দেশিকায় ?

কমিশনের তরফে বলা হয়েছে, নির্বাচন শুরু থেকে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কোনও বুথ ফেরত সমীক্ষা জনসমক্ষে আনা যাবে না। জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিন সকাল ৭টা থেকে বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি থাকবে।এই নির্দেশ কার্যকর  থাকবে ১ জুন  সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। কমিশনের নির্দেশ অনুযায়ী, সপ্তম তথা শেষ দফার নির্বাচন ১ জুন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে এক্সিট পোলের রিপোর্ট প্রকাশ করা হলে তা বিধি ভঙ্গের সামিল হবে বলে কমিশন স্পষ্ট করেছে। এদিকে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের তরফে মেলা তথ্যে জানা গেছে, নির্বাচনের দিন ঘোষণার পর থেকে মঙ্গলবার পর্যন্ত নগদ অর্থ ও অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে ১৬৪ কোটি ১৫ লক্ষ টাকা। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক  অরিন্দম নিয়োগী জানান, সুষ্ঠু ,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের  লক্ষ্যে ধারাবাহিকভাবে অবৈধ সামগ্রী উদ্ধারের কাজ চলছে।  এখনও পর্যন্ত   নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে ৫ লক্ষ ৯৬ হাজার ৬৬ টি। দ্বিতীয় দফার ভোট  যে জেলাগুলিতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি  অভিযোগ জমা পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়।  অভিযোগের সংখ্যা ১৩৬১৩ টি। একই পরিমাণ অভিযোগ মিলেছে, উত্তর দিনাজপুরে। এপর্যন্ত মেলা তথ্য অনুসারে মোট অভিযোগের সংখ্যা ১৩৬১১ টি। দার্জিলিং জেলায়   জমা পড়েছে ১০১৩৪ অভিযোগ  ।

Related Articles