শিক্ষিকাকে অপছন্দ! স্কুলে বিস্ফোরণের ছক পাঁচ ছাত্রের, আহত এক ছাত্রী
Disliked teacher! Five students plot explosion at school, one injured

Truth Of Bengal: স্কুলের এক শিক্ষিকাকে একেবারেই পছন্দ করত না তারা। আর সেই কারণেই স্কুলের মধ্যে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল পাঁচ অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রী! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। সেই বিস্ফোরণে আহত হয়েছে এক চতুর্থ শ্রেণির ছাত্রী। পুলিশ ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে একজন অভিযুক্ত আত্মীয়ের বাড়িতে থাকায় তাকে এখনো আটক করা যায়নি। অভিযুক্তরা সকলেই অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রী, যার মধ্যে তিনজন মেয়ে এবং দু’জন ছেলে।
সূত্রের খবর, বিলাসপুরের মাংলা এলাকার একটি বেসরকারি স্কুলের ওই ছাত্র-ছাত্রীরা অনলাইনে ভিডিও দেখে সোডিয়াম ধাতুর বিস্ফোরণ ক্ষমতা সম্পর্কে জানতে পারে। এরপর তারা এক আত্মীয়ের আইডি ব্যবহার করে সোডিয়াম ধাতু কিনে ফেলে। পুলিশ জানায়, স্কুলের শৌচাগারের সিস্টার্নের মধ্যে সেই ধাতু রেখে দেওয়া হয়। পরিকল্পনা ছিল, কেউ ফ্লাশ করলেই বিস্ফোরণ ঘটবে।
২১ ফেব্রুয়ারি, এক চতুর্থ শ্রেণির ছাত্রী শৌচাগারে গিয়ে ফ্লাশ করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। সোডিয়াম ধাতু পানির সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়, ফলে ছাত্রীটি গুরুতর আহত হয়। স্কুলের সিসিটিভি ফুটেজে চার অভিযুক্তকে চিহ্নিত করে ২৩ ফেব্রুয়ারি তাদের আটক করা হয়। পরে জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক তাদের জুভেনাইল হোমে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের সময় স্কুলে পরীক্ষা চলছিল, হঠাৎ বিকট শব্দে স্কুল কেঁপে ওঠায় শিক্ষক-শিক্ষার্থীরা ছুটে আসেন। কিন্তু কেন অভিযুক্তরা শিক্ষিকাকে অপছন্দ করত? সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।