দেশ

ভারতে গরিবদের মর্যাদা-সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ, কুয়েতে বললেন মোদি

Dignity of the poor is most important in India, Modi said in Kuwait

Truth Of Bengal: দু’দিনের কুয়েত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কুয়েতে গালফ স্পাইক লেবার ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি কুয়েতে কর্মরত ভারতীয় শ্রমিকদের সঙ্গে দেখা করেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে ভারতীয় শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, ২০৪৭ সালে ভারতকে উন্নত করতে ভারতীয় শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী ভারতীয় শ্রমিকদের সঙ্গে দেখা করে বলেন, ‘আমি যখন ২০৪৭ সালে একটি উন্নত ভারতের কথা বলি, তখন আমি তা করি। অনেক ভারতীয় কর্মী নানা দেশে কাজ করছেন। আমার শ্রমিক ভাইরাও চিন্তা করেন, কীভাবে তাঁদের গ্রামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা যায়। এই উচ্চাকাঙ্ক্ষাই আমার দেশের শক্তি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রতিনিয়ত ভাবি আমার দেশের কৃষক ও শ্রমিকরা কতটা পরিশ্রম করে। আমি যখন মানুষকে পরিশ্রম করতে দেখি তখন আমার মনে হয় তাঁরা যদি ১০ ঘণ্টা কাজ করতে পারেন তবে আমারও ১১ ঘণ্টা কাজ করা উচিত। যদি তাঁরা ১১ ঘণ্টা কাজ করেন তবে আমারও ১২ ঘণ্টা কাজ করা উচিত। আপনারা নিজেদের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেন, আমিও পরিবারের জন্য কঠোর পরিশ্রম করি। ১৪০ কোটি দেশবাসী আমার পরিবার, তাই আমাকে একটু পরিশ্রম করতেই হবে।’

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমার কাছে উন্নয়ন মানে শুধু রাস্তা, বিমানবন্দর এবং রেলস্টেশন নয়, গরিবের বাড়িতে শৌচাগারও আমার কাছে উন্নয়ন। আমরা দেশে ১১ কোটি টয়লেট তৈরির সিদ্ধান্ত নিয়েছি। দরিদ্রদের স্থায়ী ঘর করতে হবে। এ পর্যন্ত চার কোটি স্থায়ী বাড়ি তৈরি হয়েছে, যেখানে ১৫-১৬ কোটি মানুষ বসবাস করছে, কিন্তু এখনও অনেক কিছু করা বাকি। মানুষকে কলের জল দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে গরিবদের মর্যাদা ও সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের এই সব জিনিস পাওয়া উচিত।’

ভারতীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে সবচেয়ে সস্তায় ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। এখন বিশ্বের যেকোনও স্থান থেকে অনলাইনে কথা বলা যায় এবং এর খরচও অনেক কম। ভিডিও কল করার খরচও অনেক কম। এটি মানুষের জন্য অনেক স্বাচ্ছন্দ্য এনেছে এবং এখন তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।’

Related Articles