Dibrugarh Express Accident: রেল দুর্ঘটনায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, আশঙ্কাজনক অবস্থায় ট্রেনের চালক ও সহকারী চালক
Dibrugarh Express Accident: Dibrugarh Express derailed in train accident, train driver and assistant driver in critical condition

The Truth Of Bengal: জুন মাসে ঘটে যাওয়া মর্মান্তিক রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার রেল দুর্ঘটনার সম্মুখীন হল ডিব্রুগড় এক্সপ্রেস। জানা গিয়েছে, উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে পড়ে চণ্ডীগঢ়-ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগঢ়-ডিব্রুগড় এক্সপ্রেসের মোট ১৫টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে, এই ঘটনার জেরে ট্রেনে থাকা যাত্রীদের ন্যায় বিপদের সম্মুখীন হয়েছিলেন ট্রেনের চালক ও সহকারী চালক। রেল পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মেডিক্যাল টিম পৌঁছানো মাত্রই তড়িঘড়ি চিকিৎসা শুরু হয় ট্রেনের চালক ও সহকারী চালকের। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় থাকলে, পরে অবশ্য শারীরিকভাবে স্থিতিশীল হন তারা।
অপরদিকে, আরও প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) গোন্ডা জেলার মতিগঞ্জ এবং ঝিলহি রেলওয়ে স্টেশনের মাঝের এক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেনটি। এদিন দুপুরে ট্রেনটি গোন্ডার ঝিলহি স্টেশনের কাছাকাছি আসার পর হঠাৎ একটা বিকট শব্দ হয়েছিল বলে জানিয়েছেন যাত্রীরা। এরপরই ট্রেনটি কাঁপতে শুরু করে এবং লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এরপর চিৎকার করতে করতে তারা ট্রেন থেকে নেমে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে সেই ছবিও কার্যত স্পষ্ট হয়েছে। তবে, রেল দুর্ঘটনা নিয়ে ফের একবার রেলমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। একের পর এক দুর্ঘটনা ঘটে চলায়, এত মানুষের প্রাণহানি হওয়ায়, রেল উদাসীন কেন, সেই প্রশ্নই তুলেছেন বিরোধীদের একাংশ।