দেশ
Trending

কেরালায় শবরীমালা মন্দিরে ভক্তদের ঢল, ৪১ দিনে ২৪১ কোটির বেশি আয়

Devotees flock to Sabarimala temple in Kerala, earning more than 241 crores in 41 days

The Truth Of Bengal: চলতি বছর কেরালায় শবরীমালা মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ঢল। ৪১ দিনে ২৪১ কোটির বেশি আয়ের কথা জানিয়েছে মন্দির কমিটি। যা গত বছররে তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় ১৮ কোটি। মন্দির বোর্ডের সভাপতি জানান, নিলামের মাধ্যমে মন্দির কমিটির আয় অন্যান্য বছরের তুলনায় বেশি।

কেরালায় শবরীমালা মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ঢল। ৪১ দিনব্যাপী প্রথম পর্বের তীর্থযাত্রা শেষ হয়েছে ২৭ ডিসেম্বর অর্থাৎ বুধবার। শুভ মন্ডলা পুজোর সঙ্গে সঙ্গে শেষ হয় এই তীর্থযাত্রার প্রথম পর্ব।  ২৪১ কোটির বেশি টাকা আয়ের কথা ঘোষণা করা হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। সব মিলিয়ে জানা যায়, ২৪১.৭১ কোটি টাকা আয় হয়েছে এখনও পর্যন্ত। দেবস্বম বোর্ডের সভাপতি জানিয়েছেন, গত বছর এই সময়ে আয় ছিল ২২২.৯৮ কোটি টাকা। অর্থাৎ চলতি বছর ১৮.৭২ কোটি টাকা বেশি উপার্জন হয়েছে সসবলে জানানো হয়েছে। তবে ভক্তদের কাছ থেকে নেওয়া টাকার হিসেব বাদ রয়েছে এখনও। যার কারণে আয়ের পরিমান আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথাও জানানো হচ্ছে।

প্রসঙ্গত, প্রসাদ ও অর্ঘ বিক্রির মাধ্যমে ৯৬.৩২ কোটি টাকা উপার্জন হয় বলেও জানানো হয়েছে। লর্ড আয়াপ্পা মন্দির তীর্থযাত্রার শেষদিন  ছিল বুধবার। হাজারো ভক্তের সমাগম হয়েছিল শেষদিনে। মন্দির সংলগ্ন স্থানে নিরাপত্তা পর্যাপ্ত পরিমানে থাকলেও সেই নিরাপত্তা দিতে গিয়েও কার্যত হিমশিম খেতে হয়েচিল নিরাপত্তাবাহিনীকে। বুধবারের আগে মঙ্গলবার সন্ধ্যায় শোভাযাত্রার আয়োজনও করা হয়েছিল মন্দিরসংলগ্ন এলাকায়।

Free Access

Related Articles