
The Truth of Bengal: যৌন নির্যাতনের অভিযোগে এবার লুক আউট নোটিশ জারি হল প্রজ্জল রেভান্নার বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত শুরুর পরই বেঙ্গালুরু ছেড়ে বিদেশে চলে যান অভিযুক্ত প্রজ্জল। গা ঢাকা দেন জার্মানিতে। বিদেশে থাকাকালীনই এবার অভিযুক্তের হদিশ পেতে জারি হল লুক আউট নোটিশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রজ্জল রেভান্নার বেশকিছু অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। জেডিএস সাংসদের বিরুদ্ধে অভিযোগ, টানা তিন থেকে চার বছর ধরে বাড়ির পরিচারিকাদের যৌন হেনস্থা করেছেন প্রজ্জল। এবার সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সেইসঙ্গে আরও বিপাকে দেবগৌড়ার নাতি।
ওই ভিডিওকে হাতিয়ার করেই এবার দেবগৌড়ার নাতির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে রাজ্য মহিলা কমিশন। এরপরই কর্নাটক সরকারের তরফ থেকে ঘটনার তদন্তের জন্য গঠন করা হয় সিট। অন্যদিকে তদন্ত শুরু হওয়া মাত্রই দেশ ছেড়ে বিদেশে পলাতক জেডিএস সাংসদ প্রজ্জল রেভান্না। চলে যান জার্মানিতে। জানা য়ায় সেখানেই গা ঢাকা দিয়ে রয়েছেন। সেই বিদেশে থাকাকালীন অবস্থাতেই জবাবদিহি চেয়ে চিঠি পাঠান তদন্তকারীরা। ওই চিঠিতেই প্রজ্জল রেভান্না সহ তাঁর বাবাকে সিটের তদন্তকারীদের কাছে হাজিরার নির্ধেশ দেওয়া হয়।
তবে রেভান্নার আইনজীবী সূত্রে যে খবর সামনে আসছে, সাত দিন বেঙ্গালুরুতে ফিরবেন রেভান্না। তখনই চিঠির উত্তর তিনি দেবেন। অন্যদিকে বুধবারই সিটের চিঠির উত্তর দিয়েছেন প্রজ্জল রেভান্না, সোশ্যাল মিডিয়াতে তেমনটাই জানান তিনি। সঙ্গে দ্রুত সত্যি সামনে আসার কথা তিনি জানান। তবে এবার রেভান্নার হদিশ পেতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিট। বিমানবন্দর, নৌবন্দর সহ বিশ্বের যেকোনও অভিবাসন দফতরে সেই নোটিশ পাঠানো হয়েছে বলেও খবর।