দেশ

Delhi Airport: ৬ দিন বন্ধ থাকবে দিল্লি বিমানবন্দর, বাতিল ৬০০-র বেশি বিমান

নির্দিষ্ট এই দিনগুলিতে প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টা ২৫ মিনিট দিল্লি বিমানবন্দর থেকে কোনো উড়ান ওঠানামা করতে পারবে না।

Truth of Bengal: আসন্ন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দেশের রাজধানী দিল্লিকে। এই বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতির কারণে আগামী ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত টানা ছয় দিন দিল্লির আকাশপথ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই মর্মে একটি নোটাম (Notice to Airmen) জারি করা হয়েছে। নির্দিষ্ট এই দিনগুলিতে প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টা ২৫ মিনিট দিল্লি বিমানবন্দর থেকে কোনো উড়ান ওঠানামা করতে পারবে না।

কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান এবং তার মহড়ার কারণেই এই আকাশপথ ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই সময়ে সেনাবাহিনীর বিমান মহড়া এবং নিরাপত্তার প্রোটোকল নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে দিনের ব্যস্ততম সময়ে দীর্ঘক্ষণ বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব সরাসরি উড়ান পরিষেবার ওপর পড়বে। এভিয়েশন অ্যানালিটিক্স সংস্থা ‘সিরিয়াম’-এর মতে, এই সিদ্ধান্তের ফলে অন্তত ৬০০টি দেশীয় ও আন্তর্জাতিক উড়ানের সময়সূচী বদলে যেতে পারে। এমনকি বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে।

দিল্লি বিমানবন্দর ভারতের অন্যতম ব্যস্ত ট্রানজিট পয়েন্ট হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের যাত্রীরা এই সময়ে সমস্যার মুখে পড়তে পারেন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে প্রতিটি বিমান সংস্থাকে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যাত্রা শুরুর আগে যাত্রীদের তাঁদের উড়ানের সঠিক সময় সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কুচকাওয়াজের রঙিন ট্যাবলো, প্যারেড এবং বায়ুসেনার নজরকাড়া কসরত নির্বিঘ্নে সম্পন্ন করতেই প্রতি বছর এই সতর্কতা নেওয়া হয়। আট দিন আগেই এই নির্দেশিকা জারি করার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে অবগত করা এবং বিমান সংস্থাগুলিকে পরিষেবা পুনর্বিন্যাস করার পর্যাপ্ত সময় দেওয়া।

Related Articles