নির্বাচনের গুরুদায়িত্ব পেতেই বিপত্তি! আপ নেতার বাড়িতে সিবিআই
Danger looms over crucial election responsibility! CBI raids AAP leader's house

Truth Of Bengal: গুজরাট বিধানসভা নির্বাচনে গুরুদায়িত্ব পাওয়ার পরেই আপ নেতা দুর্গেশ পাঠকের বাড়িতে হানা সিবিআইয়ের। শুক্রবার দুর্গেশ পাঠকের বাসভবনে শুরু হয় তল্লাশি অভিযান। বিদেশী তহবিলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে আপ নেতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশি অভিযান বলে খবর।
বুধবার বিদেশি অনুদান মামলায় আপ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেখানে উল্লেখ করা হয়, ৫৫টি পাসপোর্ট ব্যবহার করে ১৫৫ জন ৪০ বার আপকে অনুদান দিয়েছে। যার পরিমাণ ১ কোটি ২ লক্ষ টাকা। এই নিয়ে অভিযোগ উঠতেই আপ নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালাল সিবিআই আধিকারিকরা। বলা বাহুল্য, মঙ্গলবার ৪৮,০০০ কোটি টাকার পার্ল অ্যাগ্রোটেক কর্পোরেশন লিমিটেড কেলেঙ্কারির সাথে জড়িত অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে, ইডি আপ বিধায়ক কুলবন্ত সিংয়ের মোহালির বাসভবনে তল্লাশি চালায়। এরপর বৃহস্পতিবার সকালে গুজরাটে বিধানসভা নির্বাচনের আপের সহ-প্রধান নিযুক্ত দুর্গেশ পাঠকের বাড়িতে চলল তল্লাশি অভিযান।
ইতিমধ্যেই এদিনের ঘটনা নিয়ে সরব হয়েছে আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বরা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা অতিশী দাবি,‘ সিবিআইয়ের এদিনের অভিযান বিজেপির হতাশার মুল লক্ষণ। এত বছর ধরে, বিজেপি বুঝতে পারেনি যে আমরা তাদের হুমকিতে ভয় পাব না।‘ অন্যদিকে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন যে সিবিআইয়ের অভিযান “বিজেপির ভয় থেকে সৃষ্ট ষড়যন্ত্র”। আপ সাংসদ সঞ্জয় সিং দাবি, বিজেপি নোংরা খেলায় নেমেছে। বলা বাহুল্য, ২০২২ সালে মোদির রাজ্য অর্থাৎ গুজরাটে ছয়টি আসনে জয় পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। এই আবহে ২০২৭ সালে গুজরাটে বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে আম আদমি পার্টি।