দেশ

নির্বাচনী বন্ড মামলায় নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের

Court orders filing of FIR against Nirmala Sitharaman in election bond case

Truth Of Bengal : বেঙ্গালুরুর এক আদালত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। অভিযোগটি করেছেন কর্নাটকের ‘জনাধিকার সংঘর্ষ সংগঠন’ এর পক্ষ থেকে আদর্শ আইয়ার। এই অভিযোগের ভিত্তিতে শনিবার আদালত এই নির্দেশ জারি করেছে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নির্মলার পদত্যাগের দাবি জানিয়েছেন। নির্মলা ছাড়াও, বিজেপির জে পি নাড্ডা, নলীনকুমার কাতিল এবং বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধেও আদর্শ অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ইডির মাধ্যমে চাপ প্রয়োগ করে কর্পোরেট সংস্থাগুলিকে ইলেক্টোরাল বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল, এবং এতে বিজেপির জাতীয় ও রাজ্য স্তরের নেতারা জড়িত।

নির্বাচনী বন্ডের মাধ্যমে তিন ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা তোলাবাজি বলে অভিযোগ উঠেছে। এই লেনদেনের মধ্যে রয়েছে কাজের বরাত, লাইসেন্স এবং অনুমতির জন্য অনুদান; ইডি, আয়কর দফতর বা সিবিআইয়ের অভিযানের আগে বন্ডে অনুদান; এবং সংস্থার পক্ষে অনুকূল নীতি তৈরির জন্য বন্ডে অনুদান। এই অনুদানের বিনিময়ে সংশ্লিষ্ট এজেন্সিগুলি তাদের নিয়ন্ত্রণের কাজ সঠিকভাবে করেনি বলে অভিযোগ।

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর, এসবিআই কিছু তথ্য জানিয়েছে যেখানে বিজেপি (BJP) বন্ড থেকে সর্বাধিক ৬৯৮৬.৫ কোটি টাকা আয় করেছে। নির্বাচনী বন্ড বাতিল এবং বিজেপির আয়ের পরিমাণ নিয়ে বিরোধী দলগুলি প্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জবাবে বলেছেন, “নির্বাচনী বন্ড থেকে ৬৩% আয় বিরোধী দলগুলোর হয়েছে, বিজেপি পেয়েছে ৩৭%। তাহলে বিরোধীরা কেন অভিযোগ করছে?” তিনি আরও বলেন যে নির্বাচনী বন্ড বাতিল নিয়ে ভবিষ্যতে সকলে আফসোস করবে।

Related Articles