দেশ

ভূস্বর্গে কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্স একজোট, ইন্ডিয়া জোটের জমি শক্ত করতে চায় দুই দল

Congress-National Conference alliance in heaven, two parties want to strengthen the land of India alliance

The Truth Of Bengal : কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে সমঝোতার সূত্র চূড়ান্ত করল ইন্ডিয়া জোট। সোমবার কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্স জোট একসঙ্গে লড়ার ব্যাপারে সম্মত হয়। ঠিক হয়েছে, উধমপুর, জম্মু, লাদাখে লড়াই করবে কংগ্রেস। আর অনন্তনাগ, বারামুল্লা, শ্রীনগরে প্রার্থী দেবে ন্যাশানাল কনফারেন্স। কংগ্রেস নেতা সলমন খুরশিদ ও ওমর আবদুল্লার উপস্থিতিতে এই সমঝোতার রোডম্যাপ ঠিক করা হয়। এবিষয়ে ওমর আবদুল্লা জানান, দুদলই একযোগে লড়াইয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

সলমন খুরশিদও পরিস্কার করেন,কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্স এই বোঝাপড়াকে ভোট লড়াইয়ের পাশাপাশি সার্বিক রূপ দিতে চায়। বলা যায়,জম্ম-কাশ্মীরে ৫টি লোকসভা আসন রয়েছে,লাদাখে রয়েছে ১টি আসন। ২০২৯এ জম্মু-কাশ্মীর ওলাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।বাতিল হয় ৩৭০ ধারা।

এরপর থেকেই এই কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট ঘিরে রাজনৈতিক তত্পরতার মতোই কমিশনের ব্যবস্থাপনাও লক্ষ্যনীয়। কমিশনের সিদ্ধান্ত মতো, ১৯এপ্রিল উধমপুরে ভোট,২৬এপ্রিল জম্মুতে.৭মে অনন্তনাগ-রাজৌরিতে,১৩মে শ্রীনগরে এবং ২০মে বারামুল্লায় নির্বাচন হবে। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিকে ভোটের আয়োজন করা হয়েছে।

Related Articles