স্বামী বা শ্বশুরবাড়ির বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগে পণ প্রসঙ্গ আবশ্যক নয়: সুপ্রিম কোর্ট
Claim of cruelty against husband or in-laws not necessary: Supreme Court

Truth Of Bengal: স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অত্যাচার ও নিষ্ঠুরতার অভিযোগ আনতে গেলে পণের প্রসঙ্গ উল্লেখ করা আবশ্যক নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন ভারালের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন।
অন্ধ্রপ্রদেশের এক মামলায় এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনেন। কিন্তু অভিযোগপত্রে পণ চাওয়ার প্রসঙ্গ না থাকায় রাজ্যের হাই কোর্ট মামলা খারিজ করে। পরবর্তীতে, মহিলা সুপ্রিম কোর্টে আপিল করেন।
শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা শুধুমাত্র পণের জন্য নির্যাতনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। যে কোনও ধরনের বৈবাহিক অত্যাচার বা নিষ্ঠুরতাকেই এই আইনের আওতায় আনা যায়। এই রায়ের ফলে মহিলারা পণ ছাড়াই নির্যাতনের অভিযোগ দায়ের করতে পারবেন।
১৯৮৩ সালে ভারতীয় দণ্ডবিধিতে ৪৯৮এ ধারা যুক্ত করা হয়, যাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা যায়। সুপ্রিম কোর্টের মতে, এই আইনের উদ্দেশ্য শুধুমাত্র পণের জন্য নির্যাতন প্রতিরোধ নয়, বরং শ্বশুরবাড়ির সদস্যদের যেকোনো ধরনের নিষ্ঠুরতার বিরুদ্ধে মহিলাদের সুরক্ষা প্রদান করা।
এই রায় মহিলাদের আইনি সুরক্ষাকে আরও জোরদার করবে এবং তাদের বিচার পাওয়ার পথে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।