Cheetah Death: শিকার করতে গিয়ে গুরুতর জখম, মৃত্যু আট বছরের চিতা ‘নভা’র
নভার মৃত্যুতে কুনো অভয়ারণ্যে বর্তমানে চিতার সংখ্যা দাঁড়াল ২৬-তে।
Truth of Bengal: মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে মৃত্যু হল নামিবিয়া থেকে আনা আট বছরের চিতা ‘নভা’-র। গত এক সপ্তাহ ধরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল সে। শনিবার তার মৃত্যু হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন কুনো ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর উত্তম শর্মা। এই প্রসঙ্গে উত্তম শর্মা জানান, প্রাথমিক তদন্তে অনুমান সফ্ট রিলিজ এনক্লোজার অর্থাৎ, সীমিত এলাকায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া অংশে শিকার করতে গিয়ে নভা গুরুতর চোট পায়। তার বাঁ পায়ের উলনা ও ফিবুলা হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে, পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও আঘাত ছিল। ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন ফিল্ড ডিরেক্টর, সেখান থেকেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে (Cheetah Death)।
আরও পড়ুনঃ BJP Strategy: রাজ্য বিজেপির খোলনলচে পাল্টে দিতে চাইছেন শমীক, সম্ভব কী!
নভার মৃত্যুতে কুনো অভয়ারণ্যে বর্তমানে চিতার সংখ্যা দাঁড়াল ২৬-তে। এর মধ্যে রয়েছে ৯টি প্রাপ্তবয়স্ক চিতা (৬টি মেয়ে ও ৩টি ছেলে), ১৭টি শাবক, যারা কুনোতেই জন্মেছে। এই প্রসঙ্গে ফিল্ড ডিরেক্টর আশ্বস্ত করেছেন, এদের প্রত্যেকেই এখন সুস্থ ও স্বাভাবিক রয়েছে। কুনোর প্রকল্প অধিকর্তা জানান, ২৬টি চিতার মধ্যে ১৬টিকে ইতিমধ্যেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এই চিতারা নতুন পরিবেশে দারুণভাবে মানিয়ে নিয়েছে নিজেরাই শিকার করছে এবং অন্যান্য চিতার সঙ্গে সহাবস্থান করতে শিখেছে। তবুও নিয়মিত নজরদারি মধ্যে রাখা হচ্ছে প্রত্যেকটিকে। এছাড়াও, কুনোর সমস্ত চিতার উপর ‘অ্যান্টি ইক্টো প্যারাসাইটিক’ ওষুধ প্রয়োগের কাজ সম্প্রতি শেষ হয়েছে। দুই সদ্য সন্তান জন্ম দেওয়া মা চিতা বীরা ও নির্ভা এবং তাদের শাবকেরাও সুস্থ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ (Cheetah Death)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উল্লেখ্য, ‘নভা’ ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল। ভারতের চিতাবাঘ পুনর্বাসন প্রকল্পের আওতায়। কুনো ন্যাশনাল পার্কে তাকে পুনর্বাসনের জন্য রাখা হয়। তবে, গত কয়েক মাসে একাধিক চিতার মৃত্যুর ঘটনায় এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। অনেক বিশেষজ্ঞই এ ধরনের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রকল্পের আরও বৈজ্ঞানিক ও পরিবেশ উপযোগী রূপরেখা তৈরির উপর জোর দিচ্ছেন (Cheetah Death)।






